ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

‘আমি ফেসবুক বুঝি না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
‘আমি ফেসবুক বুঝি না’ ডিআরইউ’র স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি: বাংলানিউজ

ঢাকা: ‘এখন স্মার্টফোন বের হয়েছে। আমাদের ছেলে-মেয়েরা ল্যাপটপ চালায়, স্মার্টফোন ব্যবহার করে। সারাদিন ফেসবুক দেখে, ল্যাপটপে কিসব দেখে! আমি কখনো এসব ব্যবহার করিনি’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘আমি ফেসবুক বুঝি না, কখনো স্মার্টফোন ব্যবহার করিনি’।
 
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধনকালে তথ্যপ্রযুক্তির স্বাস্থ্যঝুঁকি তুলে ধরে এসব কথা বলেন তিনি।

নিজের ব্যবহৃত ফোল্ডিং মোবাইল ফোন (জাভা অপারেটিং সিসটেম) দেখিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমার মোবাইলটি ঐতিহাসিক আমলের ফোন। এই ফোনতো বাংলাদেশের কারো নেই। আপনাদের সবার কাছে স্মার্টফোন আছে, আইফোন আছে’।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, ‘এই যে আধুনিকতা, এর কারণে আজকাল ছেলে-মেয়েরা ঘরে বসে থাকে। তারা বাইরে যায় না, হাঁটতে বের হয় না, ঘরে বসে সারাদিন টেলিভিশন-ল্যাপটপ দেখে। বাচ্চারাও ল্যাপটপ দেখে। এখন আবার কি গেমস্‌ বের হয়েছে, যাতে ছেলে-মেয়েরা মারাও যাচ্ছে। অবশ্য এ গেমস্‌ বন্ধের চেষ্টা চলছে’।
 
তিনি বলেন, ‘এগুলোকে যতো নিয়ন্ত্রণ করতে পারবো, ততোই আমাদের ছেলে-মেয়েরা ভালো থাকবে। সমাজকে দূষণ থেকে দূরে রাখতে পারবো’।

এজন্য অভিভাবকদেরকে তাদের সন্তানদের বেশি বেশি সময় দেওয়ারও পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।
 
ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা।
 
ডিআরইউ’র কার্যকরী সদস্য নুরুল ইসলাম হাসিবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ কে আজাদ।
 
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসআইজে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।