ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

হার্টের পেস মেকারের মূল্য নির্ধারণ হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
হার্টের পেস মেকারের মূল্য নির্ধারণ হচ্ছে পেস মেকারের মূল্য নির্ধারণ নিয়ে সভায় ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান/ছবি: বাংলনিউজ

ঢাকা: নির্দিষ্ট মূল্য না থাকায় রোগীদের কাছে বিভিন্ন মূল্যে হার্টের পেস মেকার বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে এবার জীবন রক্ষাকারী এই পণ্যটির মূল্য নির্ধারণ করার প্রক্রিয়া হাতে নিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। আগামী ৭ থেকে ১০দিনের মধ্যেই এ মূল্য নির্ধারণ করা হবে।

হার্ট ভাল্ব এবং পেস মেকারের মূল্য নির্ধারণ নিয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) এক সভায় ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান বলেন, যে পেস মেকার ইতিমধ্যে বাংলাদেশে রয়েছে তার দাম পরে বাড়ানো যাবে না এবং ডাবল সিলও মারা যাবে না।

তিনি জানান, বর্তমানে ৩ কোম্পানির পেস মেকার দেশের ৫টি প্রতিষ্ঠান আমদানি করছে।

এসব পেস মেকারের ৮২টি মডেলের মধ্যে ৫৮টি মডেল ওষুধ প্রশাসনের নিবন্ধনকরা।  

সভায় ৫টি লোকাল এজেন্টের মালিক,  হাসপাতালগুলোর প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, বর্তমানে সিঙ্গেল চেম্বার পেস মেকারের ৭টি মডেলের দাম ৬৫ হাজার থেকে ১ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত, যার মধ্যে ৪টি মডেল রেজিস্ট্রার্ড।

এছাড়াও বিভিন্ন মডেলের পেস মেকারের দামের মধ্যে সামঞ্জস্যের অভাব রয়েছে। আবার কিছু হাসপাতাল পেস মেকারের দামের ওপর ভ্যাট ও ট্যাক্স নিচ্ছে।

মোস্তাফিজুর রহমান আরও জানান, এ অবস্থা থেকে উত্তরণের জন্য এমআরপি নির্ধারণের উদ্যোগ নিয়েছে ওষুধ অধিদফতর। প্রতি ৬ মাস পর পর বা সুবিধামতো সময়ে এ মূল্য নির্ধারণ করা হবে।

আগামী ৭ থেকে ১০দিনের মধ্যেই পেসমেকারের একটি মূল্য নির্ধারণ করে হাসপাতালগুলোতে পৌঁছে দেয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এমএন/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।