ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সাতক্ষীরায় ২ লক্ষাধিক শিশু খাবে ভিটামিন  ‘এ’ প্লাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
সাতক্ষীরায় ২ লক্ষাধিক শিশু খাবে ভিটামিন  ‘এ’ প্লাস সাতক্ষীরায় ২ লক্ষাধিক শিশু খাবে ভিটামিন  ‘এ’ প্লাস

সাতক্ষীরা: সাতক্ষীরার দুই লাখ ৩০ হাজার ২৯৮ শিশুকে শনিবার (২৩ ডিসেম্বর) ভিটামিন  ‘এ’ প্লাস খাওয়ানো হবে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।  

কর্মশালায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আরিফুজ্জামান জানান, ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার ৭৮ ইউনিয়ন ও দু’টি পৌরসভার দুই হাজার ৩১টি কেন্দ্রে মোট দুই লাখ ৩০ হাজার ২৯৮ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।

এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ৭৫২ শিশুকে নীল রঙের ও দুই লাখ পাঁচ হাজার ৫৪৬ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।  

এ কাজে ৬২১ জন সরকারি স্বাস্থ্যকর্মীর পাশাপাশি ২১৮ জন বেসরকারি স্বাস্থ্যকর্মী ও চার হাজার ৬২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।  

কর্মশালায় আরও বলা হয়, ভিটামিন ‘এ’ এর অভাবে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, রাতকানা রোগ হয়, ত্বকের শুষ্কতা কমে যায়, সর্বোপরি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। তাই এটি শিশুদের জন্য অত্যন্ত জরুরি।  

সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডা. ফরহাদ জামিলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. কাজী হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি আবদুল ওয়াজেদ কচি ও সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদার।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।