ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নীলফামারীতে নিপা ভাইরাস সংক্রমণ বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
নীলফামারীতে নিপা ভাইরাস সংক্রমণ বিষয়ক কর্মশালা নিপা ভাইরাস সংক্রমণ বিষয়ক কর্মশালা

নীলফামারী: নিপা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে নীলফামারীতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, নিপা ভাইরাস প্রতিরোধে এখনও বাংলাদেশে কোনো প্রতিষেধক তৈরি হয়নি।

এ থেকে পরিত্রাণ পেতে হলে সচেতনা সৃষ্টি করতে হবে।

নিপা ভাইরাসের বাহক পাখির খাওয়া খেজুরের রস, আধা খাওয়া ফল। শীতের এসময় কোনোভাবে ওইসব কাঁচা খেজুরের রস ও ফল খাওয়া যাবে না। সচেতনতাই এ রোগের একমাত্র প্রতিষেধক।
এছাড়া বাজারে কেনা যে কোনো ফল খাওয়ার আগে ভাল করে ধুয়ে নিতে হবে।

স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় সরকারি কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও সাংবাদিক অংশ নেয়।

জেলা সদরের কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাফর মোহাম্মদ কামরুল ইমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ডা. মনিরুজ্জামান মনি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হালিম, আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আসাদ আলম, ডা. সামিউর রহমান, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আল-আমিন রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।