ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মুন্সিগঞ্জে এইডস রোগীর সংখ্যা ২০৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
মুন্সিগঞ্জে এইডস রোগীর সংখ্যা ২০৮ এইচআইভি/এইডস বিষয়ক এক কর্মশালা

মুন্সিগঞ্জ: স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোলের পরিসংখ্যান-২০১৭ অনুযায়ী মুন্সিগঞ্জে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ২০৮ জন। 

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সভাকক্ষে এইচআইভি/এইডস বিষয়ক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।  

ঢাকা জেলার এইডস আক্রান্ত সংখ্যা ৯৪৭, ফরিদপুর ৪২, গাজিপুর ১৬৯, গোপালগঞ্জ ৩৩, কিশোরগঞ্জ ২৬, মাদারীপুর ২০, মানিকগঞ্জ ৫৬, নারায়ণগঞ্জ ১৫২, নরসিংদী ৫৮, রাজবাড়ী ১৫, শরীয়তপুর ৪০, টাঙ্গাইল ৮৫ জন রয়েছে।

ঢাকা বিভাগে এইড আক্রান্ত রোগীর সংখ্যা ১৮৫১। এছাড়া বরিশাল বিভাগে ১৩৭, চট্টগ্রাম বিভাগে ১৬৭১, খুলনা বিভাগে ৫০৩, ময়মনসিংহ বিভাগে ৬৪, রাজশাহী বিভাগে ১৪৪, রংপুর বিভাগে ৫৩, সিলেট বিভাগে ১০৯২ জন এইডস আক্রান্ত রোগী রয়েছেন। এছাড়া ৬৩ জন রয়েছে মিয়ানমারের রোহিঙ্গা।  

কর্মশালায় বক্তারা বলেন, মুন্সিগঞ্জ জেলার বাসিন্দাদের একটি বড় অংশ বিদেশে অবস্থান করছেন। প্রায়ই তাদের দেশে আসা যাওয়া করতে হয়। এ কারণকে এইডস আক্রান্ত হওয়ার ক্ষেত্রে ৬৫ শতাংশ দায়ি।   তবে প্রধান কারণ হিসাবে এটি চিহ্নিত হলেও অন্যান্য আরও অনেক কারণ রয়েছে। এইডস আক্রান্ত রোগীরা চিকিৎসা সেবা নিতে অনীহা থাকেন। সামাজিক সম্মান ও আত্মমর্যাদার কথা মাথায় রেখে অনেক ক্ষেত্রে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন না।

মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সদর মেডিকেল কর্মকর্তা ডা. সুমন বণিকের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পরিচালক এইডস/এসটিভি ডা. শেখ মোস্তফা সাদিক খান। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ)  মুন্সীগঞ্জ শাখার সভাপতি ডা. মো. আখতার হোসেন বাপ্পি।  

আরও উপস্থিত ছিলেন- মুন্সিগঞ্জ জেলার আবাসিক মেডিকেল অফিসার সাখাওয়াত হোসেন, মেডিকেল অফিসার দেবরাজ মালাকার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষ্যা অফিসার আসিফ আহম্মেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।