ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

হবিগঞ্জে মাতৃত্বকালীন ভাতা বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
হবিগঞ্জে মাতৃত্বকালীন ভাতা বিতরণ মাতৃত্বকালীন ভাতা বিতরণ

হবিগঞ্জ: হবিগঞ্জ পৌর এলাকার ৮০০ নারীর মাঝে মাতৃত্বকালীন ভাতা এবং স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেছে মহিলা বিষয়ক অধিদফতর।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীদের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

এছাড়াও সব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এলিয়াছ হোসেন, গাইনি বিশেষজ্ঞ ডা. মো. আরশেদ আলী, পৌর কাউন্সিলর দিলীপ দাশ, গৌতম কুমার রায় প্রমুখ।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন হবিগঞ্জ মহিলা বিষয়ক অধিদফতরের প্রশিক্ষক কামরুজ্জামান খান।
 
মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবল আলম বাংলানিউজকে বলেন, হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৮০০ নারীকে প্রতি মাসে ৫০০ টাকা হারে ৬ মাসের ভাতা হিসেবে এককালীন তিন হাজার করে টাকা দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি নারীর হাতে তুলে দেওয়া হয়েছে স্বাস্থ্য সামগ্রী।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।