ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা ১ কোটি, সচেতনতায় মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা ১ কোটি, সচেতনতায় মেলা ডায়াবেটিস মেলা আয়োজন উপলক্ষে এ সংবাদ সম্মেলন/ছবি: শাকিল 

ঢাকা: বাংলাদেশের ডায়াবেটিস রোগটি মহামারি আকার ধারণ করেছে। বর্তমানে দেশে এ রোগীর সংখ্যা এক কোটি। এর সঙ্গে প্রতিবছর নতুন করে আরও এক লাখ রোগী যোগ হচ্ছে। ডায়াবেটিস রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান নবম স্থানে। শুধু অসচেতনতার অভাবে প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছে।

সোমবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। দেশে প্রথমবারের মতো ডায়াবেটিস মেলা আয়োজন উপলক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডায়াবেটিস মেলার প্রধান সমন্বয়ক ডা. ফজলে রাব্বি খান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।

বক্তারা বলেন, রাজধানীর ফার্মগেট এ অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশনের আগামী ১১ এপ্রিল দুপুর ২টা থেকে শুরু হবে ডায়াবেটিস মেলা। চলবে আগামী ১৩ এপ্রিল বিকেল ৩টা পর্যন্ত। তিন দিনব্যাপী এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। ১১ এপ্রিল দুপুর ২টায় মেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।

মেলায় মোড় ১৪টি সেশনে ২৫টি বিষয়ের উপরে প্রায় ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সরাসরি আলোচনা করবেন। এছাড়া ডায়াবেটিসে ব্যবহৃত বিভিন্ন প্রয়োজনীয় ডিভাইসের কার্যকরী ব্যবহার হাতে-কলমে শেখানো হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এমএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।