ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নার্সিংয়ে ফ্লোরেন্স নাইটিংগেলকে অনুসরণের অহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, মে ৭, ২০১৯
নার্সিংয়ে ফ্লোরেন্স নাইটিংগেলকে অনুসরণের অহ্বান বিশ্ব নার্স দিবস সামনে রেখে র‌্যালি

ঢাকা: মানবসেবার পথিকৃৎ, আধুনিক নার্সিংয়ের প্রবর্তক মহীয়সী নারী ফ্লোরেন্স নাইটিংগেলের ত্যাগ ও সেবার আর্দশে উজ্জ্বীবিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আসা রোগীদের সেবা করার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। 

সোমবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে বিশ্ব নার্স দিবস (১২ মে) সামনে রেখে র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে নার্সদের এ আহ্বান জানান তিনি। বণার্ঢ্য র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অঙ্গন প্রদক্ষিণ করে।

 

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য হলো ‘নার্স: সবার জন্য স্বাস্থ্য অর্জনে সোচ্চার’।  

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল এ কে মাহাবুবুল হক, গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও, সেবা তত্ত্বাবধায়ক শান্তনা রানী দাস, অতিরিক্ত সেবা তত্ত্বাবধায়ক হালিমা বেগম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এমএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।