ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

যশোরে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জুন ২২, ২০১৯
যশোরে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

যশোর: যশোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ জুন) সকালে যশোর শিশু হাসপাতালে জেলা প্রশাসক আব্দুল আওয়াল এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ শাহাদৎ খন্দকার ও যশোরের সিভিল সার্জন ডা. দিলিপ কুমার রায় উপস্থিত ছিলেন।

যশোর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, যশোরে প্রথম রাউন্ড উপলক্ষে শিশুদের নীল ও লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

জেলার আট উপজেলায় এক হাজার ২১২ জন মাঠকর্মী এ টিকা খাওয়াচ্ছেন। উদ্বোধনী দিনে (শনিবার) তিন লাখ ২৪ হাজার ১১৮ জন শিশুকে টিকা খাওয়ানো হবে। যার মধ্যে ৬-১১ মাস বয়সী ৩৬ হাজার ৬১৯ জন ও ১২-৫৯ মাস বয়সী দুই লাখ ৮৭ হাজার ৪৯৯ জন শিশু।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুন ২২, ২০১৯
ইউজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।