ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সচেতনতা সৃষ্টি করে হেপাটাইটিস নির্মূল করতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
সচেতনতা সৃষ্টি করে হেপাটাইটিস নির্মূল করতে হবে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: গণসচেতনতা সৃষ্টি করে হেপাটাইটিস নির্মূল করতে হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

তিনি বলেছেন, সৃষ্টির সেবা করাই স্রষ্টার ইবাদত। তাই রোববার (২৮ জুলাই) বিশ্ব হেপাটাইটিস দিবস সেবার মানসিকতা নিয়ে পালন করতে হবে।

শুধু এ দিনই নয়, সারাবছর আমাদের সেবার মানসিকতা থাকতে হবে।

শনিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে ‘ফোরাম ফর দ্য স্টাডি অব দি লিভার বাংলাদেশ’র উদ্যোগে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, আমাদের কাজ হবে যার যার অবস্থান থেকে গণসচেতনতা সৃষ্টি করে হেপাটাইটিস নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। এবারের বিশ্ব হেপাটাইটিস দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘আসুন খুঁজি লাখো অজানা রোগীদের’।

হেপাটাইটিস দিবস উপলক্ষে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)। বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন লিভার ফাউন্ডেশন অব ত্রিপুরার সভাপতি ডা. প্রদীপ ভৌমিক।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরাম ফর দ্য স্টাডি অব লিভার বাংলাদেশের চেয়ারম্যান শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহানুর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

আলোচনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পরিচালক অধ্যাপক ডা. উত্তম বড়ুয়া, সাবেক তথ্যসচিব মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, অনেকেই জানেন না হেপাটাইটিস ভাইরাসের বাহক। এ অজ্ঞতার কারণেই হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত হয়ে বেশি মানুষ মারা যায়। হেপাটাইটিসের ভয়াবহতা উল্লেখ করে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন বক্তারা। একইসঙ্গে সবাইকে রক্ত পরীক্ষা করে হেপাটাইটিস ভাইরাসের ভ্যাক্সিন গ্রহণের পরামর্শ দেন তারা।

আলোচনা সভা শেষে অতিথিদের ফোরাম ফর দ্য স্টাডি অব দি লিভার বাংলাদেশের পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
আরকেআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।