ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে চিকিৎসাসেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৯
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে চিকিৎসাসেবা রোগী দেখছেন একজন চিকিৎসক। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকালে লক্ষ্মী নারায়ণ মন্দিরে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে ১৪জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখেন।

এতে প্রায় ৭ শতাধিক ব্যক্তি বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন।

এর আগে কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য জুয়েল চাকমা, খাগড়াছড়ি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্যী, লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সহ সভাপতি আশীষ ভট্টাচার্যী, দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি স্বপ্ন চন্দ্র দেবনাথ, সনাতন ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি স্বপ্নন ভট্টাচার্যী, শিব শংকর দেব।

২০১১ সাল থেকে সংগঠনটির পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে চিকিৎসাসেবা দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।