ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

খাগড়াছড়িতে নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক পর্যালোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
খাগড়াছড়িতে নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক পর্যালোচনা সভা

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রক্রিয়া শক্তিশালীকরণ প্রকল্পের বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলাবর (৫ নভেম্বর) বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার আয়োজনে জেলার সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  

ইপসা-শো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- খাগড়াছড়ির সিভিল সার্জন ইদ্রিস মিয়া।

বিশেষ অতিথি ছিলেন- ডেপুটি সিভিল সার্জন ডা. মিঠুন চাকমা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নয়নময় ত্রিপুরা ও ডা. আশুতোষ চাকমা।

সভায় পাইলট প্রকল্প শেষ হয়ে গেলেও এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি ও অংশীজনরা নিজেদের উদ্যোগে তা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এ প্রকল্প সফল হওয়ায় অন্যান্য উপজেলাতেও  নতুন প্রকল্প নিয়ে চালুর দাবি জানান বক্তারা।

প্রকল্প এলাকার নির্বাচিত ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী, গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় উপস্থিত ছিলেন।


বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৯
এডি/এইচজে 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।