ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

৭ জানুয়ারি জাতীয় টিকা দিবস

স্টাফ করোসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১২
৭ জানুয়ারি জাতীয় টিকা দিবস

ঢাকা: পোলিওমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৭ জানুয়ারি শনিবার দেশব্যাপী ২০তম জাতীয় টিকা দিবসের প্রথম রাউন্ড পালিত হবে।

টিকা দিবসে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে দুই ফোটা করে পোলিও টিকা খাওয়ানো হবে।

একই সঙ্গে ৬ হতে ১১ মাস বয়সী সব শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছরের শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ দিন সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত সব টিকাদান কেন্দ্র খোলা থাকবে। ভ্রমণরত শিশুদের জন্য রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চ কিংবা ফেরিঘাট ও বিমান বন্দরেও টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে।
নবজাতক ও অসুস্থ শিশুকেও এদিন পোলিও টিকা খাওয়ানো হবে।

২০০৬ সালের ২২ নভেম্বরের পর বাংলাদেশে কোনও পোলিও রোগী পাওয়া যায়নি। অর্থাৎ এখন পর্যন্ত বাংলাদেশ পোলিওমুক্ত। কিন্তু প্রতিবেশী দেশ ভারত পোলিওমুক্ত নয়। এ কারণে বাংলাদেশে পোলিও রোগের পুনঃসংক্রমণ রোধে এ টিকা দিবস পালিত হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।