বুধবার (১৫ জুলাই) সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ১১২ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে আরও ৩৮ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বাংলানিউজকে বলেন, এদিন মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে আট চিকিৎসকসহ ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
একই দিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ৩৫ জন সুনামগঞ্জ জেলার ও তিন জন সিলেট জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, বিভাগে শনাক্ত হওয়া ৬ হাজার ৩০৬ জনের মধ্যে সিলেট জেলায় ৩ হাজার ২৭০ জন, সুনামগঞ্জের ১ হাজার ২৪৫ জন, হবিগঞ্জে ৯৯৮ জন এবং মৌলভীবাজারে ৭৯৩ জন। এ পর্যন্ত সিলেটে করোনায় মারা গেছেন ১০৭ জন। আর সুস্থ হয়েছেন ২ হাজার ৪৫৭ জন।
বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
এনইউ/আরআইএস