ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

করোনার চিকিৎসায় জীবন উৎসর্গকারী চিকিৎসক-নার্সদের স্মরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২০
করোনার চিকিৎসায় জীবন উৎসর্গকারী চিকিৎসক-নার্সদের স্মরণ প্রতীকী

ঢাকা: কোভিড-১৯ চিকিৎসায় জীবন উৎসর্গকারী দেশের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও স্বাস্থ্যকর্মীদের স্মরণে ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ’র উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথের আহ্বায়ক অধ্যাপক ডা. রশিদ-ই মাহবুবের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ডা. শাকিল আখতারের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এম আবু সাঈদ, জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের ডা. ফয়জুল হাকিম লালা ও অধ্যাপক ডা. মো. হরুন-অর-রশিদ, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সহ-সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান, অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলাম, ডা. এম এইচ ফারুকী, ডা. কেএম হোসাইন তৌহিদ, প্রগ্রেসিভ ডক্টরস ফোরামের ডা. গোলাম রব্বানী ও নার্সিং ঐক্য পরিষদের ব্রাদার আনিসর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. রশিদ-ই মাহবুব বলেন, করোনা থাকবেই। রাষ্ট্র যখন করোনা নির্মূলে ব্যর্থ, তখন জনগণকেই নিজ নিজ স্বাস্থ্য সচেতন হয়ে কাজ করতে হবে। করোনা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে দেশে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া দুরুহ হয়ে দাঁড়িয়েছে।

স্মরণসভায় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিবসহ দুর্নীতির সঙ্গে জড়িতদের পদত্যাগসহ শাস্তির দাবি করেন বক্তারা। অনুষ্ঠানে কোভিড-১৯ প্রতিরোধে জীবন উৎসর্গকারী সম্মুখসারির যোদ্ধা ডাক্তার-নার্স-মেডিকেল টেকনোলজিস্ট-স্বাস্থ্যকর্মী স্মরণে জাতীয়ভাবে একদিন শোকদিবস পালন, তাদের পরিবারকে আর্থিক সহায়তাসহ বেশ কয়েকটি দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২০
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।