ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

পুরুষের তুলনায় নারীরা তীব্র ব্যথা অনুভব করে

ডেস্ক প্রতিবেদন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১২
পুরুষের তুলনায় নারীরা তীব্র ব্যথা অনুভব করে

ঢাকা : একটি পূর্ণাঙ্গ গবেষণায় দেখা গেছে যে পুরুষের তুলনায় নারীরা বিভিন্ন রোগের ক্ষেত্রে তীব্র ব্যথা অনুভব করে।

স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী ১ লাখ ৬০ হাজার রোগীর মধ্যে এ গবেষণা কার্যক্রম পরিচালনা করেন।

এদের মধ্যে ৭২ হাজার জনই প্রাপ্তবয়স্ক ছিল।

প্রযুক্তি ব্যবহার করে এত মানুষের মেডিক্যাল রিপোর্ট নিয়ে এই প্রথম বড় আকারে গবেষণা করা হলো।

বিশ্ববিদ্যালয়টির জ্যেষ্ঠ গবেষক অতুল ভাট জানান, এটি একটি প্রাথমিক গবেষণা হলেও এটি স্পষ্ট যে, এই গবেষণায় প্রাপ্ত তথ্য সঠিক।

তিনি জানান, যদিও চিকিৎসা বিদ্যায় রয়েছে যে নির্দিষ্ট কিছু রোগের ক্ষেত্রে নারীরা পুরুষের তুলনায় তীব্র ব্যথা অনুভব করে। তারপরও এই প্রথম প্রযুক্তি ব্যবহার করে এত জনের উপর গবেষণা পরিচালনা করা হয়েছে।

গবেষক অতুল ভাট আরও জানান, পুরুষ এবং নারীর ব্যথার পার্থক্য নিয়ে গবেষণা হলেও আমারা নারী ও পুরুষের ব্যাথা তীব্রতা নিয়ে একটু ভিন্নভাবে গবেষণাটি করেছি।

তিনি বলেন, এ কারণেই গবেষণা বোর্ড দেখতে পেয়েছে যে, কোন কোন রোগের ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীদের তীব্র ব্যথা অনুভূত হয়।

বাংলাদেশ সময় : ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।