ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ভারত থেকে ১০ লাখ টিকা আসছে সন্ধ্যায়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
ভারত থেকে ১০ লাখ টিকা আসছে সন্ধ্যায়

ঢাকা: ভারতের সেরাম ইনস্টিটিউটের ১০ লাখ কোভিশিল্ড টিকা ঢাকায় আসছে শনিবার (০৯ অক্টোবর)।

এদিন ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ওই সূত্রে জানা যায়, বেক্সিমকোর মাধ্যমে কেনা ১০ লাখ টিকা আজ সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় পৌঁছাবে। ভারত থেকে দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার মোট টিকা এসেছে ১ কোটি ৩ লাখ। এর মধ্যে ভারতের উপহারের টিকা ছিল ৩৩ লাখ। আর ভারত থেকে কেনা টিকা এসেছে ৭০ লাখ। চলতি বছর ২৫ জানুয়ারি ভারত থেকে কেনা ৫০ লাখ টিকার প্রথম চালান আসে। আর ২৩ ফেব্রুয়ারি ভারত থেকে কেনা টিকার দ্বিতীয় চালান আসে। মোট ৭০ লাখ কেনা টিকার চালান এসেছে ভারত থেকে। এরপর ভারত থেকে কেনা টিকার চালান আর আসেনি।

এদিকে বাংলাদেশকে তিনবারের মতো ৩৩ লাখ টিকা উপহার দিয়েছে ভারত। চলতি বছর ২১ জানুয়ারি প্রথমবার বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা উপহার দেয় দেশটি। পরে ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এসে ১২ লাখ টিকা উপহার দেন। আর ভারতের সেনা বাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ৮ এপ্রিল ঢাকায় এসেছিলেন, তখন এক লাখ টিকা উপহার দিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।