ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

একদিনে করোনা টিকার তিন ডোজ, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
একদিনে করোনা টিকার তিন ডোজ, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থী

ব্রা‏হ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পানিয়ারূপ সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীকে পর পর করোনার ৩ ডোজ টিকা দেয়া হয়েছে।  

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

এতে সাদিয়া (১৫) নামের ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

খোঁজ নিয়ে জানা যায়, সাদিয়া পানিয়ারূপ সিরাজুল হক স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে উপজেলার বিলঘর গ্রামের মো. জয়নাল আবেদীনের মেয়ে।  

শিক্ষার্থী সাদিয়া জানায়, গত ১২জানুয়ারি ১ম ডোজ টিকা গ্রহণ করার পর বুধবার ২য় ডোজের ফাইজার টিকা নিতে এলে তাকে একসঙ্গে ৩ ডোজ টিকা প্রদান করা হয়। আর তাতে সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়।  

এদিকে এ ঘটনায় সাদিয়ার পরিবারের লোকজনের মাঝে আতংক বিরাজ করছে। সেই সঙ্গে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা প্রদানে অব্যবস্থাপনারও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুপ পাল জানান, কেন এমন হলো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।