ঢাকা: মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশব্যাপী গণটিকা কার্যক্রমের আওতায় এক কোটি ১১ লাখ ৭৪ হাজার ৭২৫ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো দেশব্যাপী টিকাদান বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, এদিন গণটিকা কার্যক্রমের আওতায় এক কোটি ১১ লাখ ৭৪ হাজার ৭২৫ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। এ পর্যন্ত প্রথম ডোজ টিকা পেয়েছেন মোট ১২ কোটি সাত লাখ ৫৬ হাজার ৫৬ জন।
একইসঙ্গে এদিন আট লাখ ১৫ হাজার ৭৩ জনকে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়। এ পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন মোট আট কোটি ২৭ লাখ ৫৪ হাজার ৯৫১ জন।
পাশাপাশি এদিন মোট ৭৩ হাজার ৮৫৫ জনকে করোনার বুস্টার ডোজ টিকা দেওয়া হয়। এ পর্যন্ত মোট ৩৬ লাখ ৩৩ হাজার ৬৮১ জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে।
বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক্সের টিকা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
আরকেআর/এনএসআর