ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রাজবাড়ীতে ৪৩ জন চিকিৎসক নিযুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, মার্চ ২, ২০২২
রাজবাড়ীতে ৪৩ জন চিকিৎসক নিযুক্ত

রাজবাড়ী: রাজবাড়ী জেলায় ৪৩ জন নতুন চিকিৎসক যোগদান করেছেন। এর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ১১ জন, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন নিযুক্ত হয়েছেন।

মঙ্গলবার (১ মার্চ) সকালে ৪২তম বিসিএস এর নবনিযুক্ত চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা জানান সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটোন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটোন তার কার্যালয়ে চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা জানান।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটোন জানিয়েছেন, নবনিযুক্ত এই চিকিৎসকদের সিংহ ভাগই রাজবাড়ীর সন্তান। তারা কমপক্ষে আগামী দুই বছর এই জেলার মানুষদের স্বাস্থ্যসেবা দেবে।  

বাংলাদেশ সময়: ০৭২৯ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।