ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

পার্বতীপুরে ৫০০ নারী-পুরুষের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা

পার্বতীপুর প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২
পার্বতীপুরে ৫০০ নারী-পুরুষের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা

পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবসে ৫ শতাধিক নারী-পুরুষের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেয়া হয়েছে।

এসময় দিনাজপুর ডায়াবেটিস সমিতির উদ্যোগে এক আলোচনা সভা পৌরসভা কমিউনিটি সেন্টারে মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।



দিনাজপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য অ্যাড. সরদার মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক।

বিশেষ অতিথি ছিলেন, পার্বতীপুর পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, দিনাজপুর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম ছুটু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মোকলেছুর রহমান, পার্বতীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার ছিদ্দিক হোসেন, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান (সাবেক) তোফাজ্জল হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান এমএ ওহাব প্রমুখ।

সভা শেষে দিনাজপুর ডায়াবেটিস সমিতির নির্বাহী পরিচালক ডাঃ আহাদ আলীর তত্ত্বাবধানে পাঁচ শতাধিক নারী-পুরুষের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেয়া হয়।

বালাদেশ সময় : ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।