ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহীতে গণটিকার ২য় ডোজ নিতে মানুষের ভিড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
রাজশাহীতে গণটিকার ২য় ডোজ নিতে মানুষের ভিড় রাজশাহীতে গণটিকায় ২য় ডোজ নিতে মানুষের ভিড়

রাজশাহী: রাজশাহীতে আজ করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে।

সোমবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে এ গণটিকা কার্যক্রম শুরু হয়।

একটানা দুপুর ২টা পর্যন্ত চলবে এই কার্যক্রম।

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকার ৩৫ হাজার মানুষকে আজ দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

করোনা অতিমারি রোধে দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে সরকারের নেওয়া ১ দিনে ১ কোটি করোনা টিকাদান কার্যক্রম গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চালায় সরকার। সোমবার তার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি নির্ধারিত কেন্দ্রগুলোতে নিয়মিত বুস্টার ডোজ কার্যক্রমও অব্যাহত রয়েছে।

জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বেগম বাংলানিউজকে জানান, গণটিকা কার্যক্রমের প্রথম পর্যায়ে মহানগরের ৩০টি ওয়ার্ডের জন্যে ৩০ হাজার ডোজ করোনা টিকা বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রথম পর্যায়ে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। তাই আজ সোমবার দ্বিতীয় পর্যায়ে তার মহানগর এলাকার জন্য ৩৫ হাজার ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। মোট ৭৭টি কেন্দ্রে সকাল ৯টা থেকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। দুপুর ২টা পর্যন্ত কার্যক্রম চলবে।

এর আগে, ১৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানিয়েছিলেন, ২৮ ফেব্রুয়ারিই করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নেওয়ার শেষ দিন।

এরপর থেকে রাজশাহীসহ দেশের কোথাও আর প্রথম ডোজ টিকা দেওয়া হয়নি। তবে বুস্টার ডোজ কার্যক্রম চলছে। আজ (সোমবার) গণটিকা কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে প্রথম ডোজ গ্রহণকারী ব্যক্তিদের দ্বিতীয় ডোজ করোনা টিকা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এসএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।