সাভার (ঢাকা): দেশের সব অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে নির্দেশনা বাস্তবায়নে সাভারে অনিবন্ধিত একটি হাসপাতাল একটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগ।
রোববার (২৯ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদার নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিস্ট) নাজমুল হুদার নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করেন।
এ সময় নিবন্ধন না থাকায় উলাইল বাসস্ট্যান্ড এলাকার যমুনা ডিজিটাল হাসপাতাল, হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকার কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এবং পৌরসভার আনন্দপুরে দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে তালা ঝুলিয়ে সিলগালা করে দেওয়া হয়। এছাড়া সাভার থানা বাসস্ট্যান্ড এলাকার সাভার স্পেশালাইজড হাসপাতাল এবং আনন্দপুর এলাকার ভার্ক মা ও শিশু ক্লিনিককে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন করার নির্দেশ দেওয়া হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, সাভারে সব অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।
বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, মে ৩০, ২০২২
এসএফ/কেএআর