ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ধামরাইয়ে বন্ধ হলো ৪ হাসপাতাল-ডেন্টাল কেয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, মে ৩০, ২০২২
ধামরাইয়ে বন্ধ হলো ৪ হাসপাতাল-ডেন্টাল কেয়ার

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে অনিবন্ধিত আরও দুটি হাসপাতাল ও দুটি ডেন্টাল কেয়ারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (৩০ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা।

সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী অভিযানে পৌরসভার থানা রোড দক্ষিণ পাড়ার এ আর এন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও ঢুলিভিটা এলাকার বিডিএন ডায়াবেটিক সমিতি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ধামরাই বাজারের শিকদার ডেন্টাল কেয়ার ও কালামপুর এলাকার ইয়ামিন ডেন্টাল কেয়ারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

অপরদিকে অভিযানে পদ্মা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বৃষ্টি সেবা হাসপাতাল ও ধামরাই ডায়াবেটিক সমিতি নামে আরো তিনটি প্রতিষ্ঠানের আংশিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা বলেন, গত দুই দিনে ধামরাইয়ে ৩৮টি হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক ও ডেন্টাল ক্লিনিকে অভিযান চালানো হয়েছে। যে সব হাসপাতালের নিবন্ধন নেই, সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বহিঃ বিভাগের কার্যক্রম চালু আছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মে ৩০, ২০২২
এসএফ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।