ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

স্বাস্থ্য

৩ দিনে গাজীপুরে ৯৯টি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মে ৩১, ২০২২
৩ দিনে গাজীপুরে ৯৯টি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধ

গাজীপুর: তিন দিনে গাজীপুরে অনিবন্ধিত ৯৯টি হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়।

গাজীপুর জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। নিবন্ধন না থাকায় বিভিন্ন এলাকায় অবস্থিত ৯৯টি হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া এসব হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিককে জরিমানা করা হয়।

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুরে মোট ৪০১টি হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এরমধ্যে প্রায় অর্ধেকই অবৈধ। গত তিন দিনে অনিবন্ধিত ৯৯টি হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। অনিবন্ধিত সবগুলোই পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২৪, মে ৩১, ২০২২ 
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad