গাজীপুর: গত ১২ বছরে বাঁকা পা নিয়ে জন্ম নেওয়া প্রায় ৩০ হাজার শিশু স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।
সোমবার (৬ জুন) গাজীপুর শহরে প্রকৌশল ভবনের ডায়াবেটিস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ওয়াক ফর লাইফের গাজীপুরের পনসেটি চিকিৎসক ডা. মো. জামিল হাসান বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, সারাদেশে বাঁকা পা নিয়ে জন্ম নেওয়া শিশুদের চিকিৎসা দিচ্ছে ওয়াক ফর লাইফ নামে একটি সংস্থা। ২০০৯ সাল থেকে এসব শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে ৩১টি শাখা। এ পর্যন্ত প্রায় ৩০ হাজার শিশু চিকিৎসা পেয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এ উপলক্ষে দ্য গ্ল্যানকো ফাউন্ডেশনের পরিচালনায় ও অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় ওয়াক ফর লাইফের আয়োজনে গাজীপুরে র্যালি ও কেক কাটা হয়। পরে ১২টি পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শূন্য থেকে তিন বছর বয়স ও পাঁচ বছরের শিশুদের এ চিকিৎসা দেওয়া হয়। এ বয়সী শিশুরা অল্প সময়েই স্বাভাবিক জীবনে ফিরে আসে। আর্থিকভাবে অস্বচ্ছল ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাও রয়েছে। বাঁকা পা ছোট বেলায় চিকিৎসাতে ভালো হয়। সে বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিশ্বব্যাপী ক্লাবফুট দিবস পালিত হয়।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ০৬, ২০২২
আরএস/আরআইএস