রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গেলো ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এর আগে সর্বশেষ গত ১৪ জুলাই করোনা উপসর্গে এক জনের মৃত্যু হয়েছিল।
এছাড়া শুক্রবার (২২ জুলাই) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে করোনা উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ থাকায় তাদের ভর্তি করা হয়েছিল। কিন্তু নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়। তাদের প্রচণ্ড শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ ছিল।
রামেক হাসপাতাল পরিচালক জানান, বর্তমানে সেন্ট্রাল অক্সিজেন যুক্ত ৩০ নম্বর ওয়ার্ডে ২৪টি শয্যা রয়েছে। সেখানে মোট ১৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে করোনা সন্দেহভাজন রোগী আছেন ৪ জন, করোনা পজিটিভ রোগী রয়েছেন ৪ জন এবং করোনা নেগেটিভ রোগী আছেন ৫ জন। বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
এসএস/এসএ