ঢাকা: ৫-১১ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের করোনা টিকার প্রথম ডোজের কর্মসূচি উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে রাজধানীর নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন তিনি।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, আজকে আমাদের ৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হচ্ছে। এটি ১৪ দিন চলবে। প্রাথমিকভাবে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ১২টি সিটি করপোরেশনের স্কুল ও কমিউনিটি পর্যায়ে এই টিকা দেওয়া হচ্ছে। আমাদের মাইক্রোপ্ল্যান রয়েছে। পরে পর্যায়ক্রমে জেলা, উপজেলা পর্যায়েও শিশুরা পাবে এই টিকা। ঢাকায় ২১টি এবং অন্যান্য সিটি কর্পোরেশনের ১৮৬ স্কুলের শিশুরা এই টিকা পাবে। এরপরে সব বাচ্চাদেরকে আমরা টিকা দেবো।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এসকেবি/এএটি