ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

শ্রীমঙ্গলে ফ্রি হার্ট ক্যাম্প মঙ্গলবার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
শ্রীমঙ্গলে ফ্রি হার্ট ক্যাম্প মঙ্গলবার হার্ট ফাউন্ডেশনের প্রেস ব্রিফিং। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: শ্রীমঙ্গল উপজেলায় ফ্রি হার্ট ক্যাম্পের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল স্থাপনের কার্যক্রমের অংশ হিসেবে।

রোববার (২৮ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স হলে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান, শ্রীমঙ্গলে হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. হরিপদ রায়।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের শাখা গঠনের লক্ষ্যে এর আগে গঠন করা হয়েছে হার্ট ফাউন্ডেশন শ্রীমঙ্গলের এপিলিয়েটেড কমিটি। এর আগে হাসপাতাল স্থাপন কার্যক্রম শুরু করার পূর্বে আয়োজন করা হয়েছে প্রতি মাসে একটি ফ্রি হার্ট ক্যাম্প।

ডা. হরিপদ রায় বলেন, আগামী মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটোরিয়ামে হৃদরোগের ১২০ জন্য রোগীকে ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা দেবেন। বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে উপস্থিত থাকবেন ঢাকা স্পেসালাইজড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফৌজিয়া খান, হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোহাম্মদ আলী ভূইয়া জয় ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সুলতান আহমদ।

শ্রীমঙ্গলে হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, এর জন্য আগে থেকেই ১০০ টাকা ফি নিয়ে নিবন্ধন করা হচ্ছে। ইতোমধ্যে তারা প্রায় ৬০ জন রোগী নিবন্ধন করেছেন।  

তিনি আরো জানান, প্রথম হার্ট ক্যাম্পটি শোকের মাস উপলক্ষে করা হচ্ছে।

শ্রীমঙ্গলে হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ডা. হরিপদ রায়, ডা. আবদুল্লাহ আল মামুন, গণস্বাস্থ্য সংগঠক দেবব্রত দত্ত হাবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০২২
বিবিবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।