ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ বছর পর অপারেশন থিয়েটার চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ বছর পর অপারেশন থিয়েটার চালু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ বছর পর চালু হয়েছে অপারেশন থিয়েটার।  

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সফলভাবে উপজেলার লোহাজুরী ইউনিয়নের চরকাউনিয়া গ্রামের মো. তোফাজ্জল হোসেনের স্ত্রী ফেরদৌসি জাহানের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ অপারেশন থিয়েটার চালু করা হয়।

 

প্রসূতি মা ও তার ছেলে সন্তান সুস্থ আছেন। সম্পূর্ণ বিনা খরচে এ সিজারিয়ান অপারেশন করা হয়।  

সিজারিয়ান অপারেশন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ ঈশা খান, ডা. জেরিন তাসনিম ও ডা. ফারিয়া রহমান। এ সময় তাদের সহযোগিতায় ছিলেন স্টাফ নার্স লিপি দেবনাথ, রাজিব হোসেন, লাকি আক্তার ও মিডওয়াইফ নার্গিস আক্তার।  

সর্বশেষ ২০০৮ সালে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন হয়েছিল। এরপর থেকে বন্ধ ছিল অপারেশনের কার্যক্রম।

এতো বছর পর অপারেশন থিয়েটার চালুর সময় উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়ব, ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাশিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. অলি আহম্মদ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।