ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কেমন কাটবে ২০১৬ সাল

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
কেমন কাটবে ২০১৬ সাল

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) লগ্ন পতি: মঙ্গল

প্রেম ও দাম্পত্য
২০১৬ সালে নতুন প্রেমের সম্ভাবনা। দাম্পত্য জীবনে নতুন অতিথি আসতে পারে।

তবে বছরের মাঝামাঝি সময়ে প্রেম নিয়ে দেখা দিতে পারে সংশয়। বছরের নানা সময়ে বিনোদন যোগ আছে।

স্বাস্থ্য
এ বছর শরীর নিয়ে সমস্যা থাকবে। তবে বড় কোনো শারীরিক সমস্যার যোগ নেই। হাতে পায়ে আঘাত লাগা নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে।

পরিবার
পরিবারের সঙ্গে সম্পর্ক ভালোমন্দ মিশিয়ে। তবে সম্পত্তি নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে।

শিক্ষা
শিক্ষা শুভ। বৃত্তি বা স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে।

ব্যবসা ও চাকরি
কর্মক্ষেত্রে সহকর্মীদের নিয়ে সমস্যা থাকবে। ব্যবসার ক্ষেত্রে বছরের প্রথম ভাগ সমস্যার হলেও মধ্যভাগ থেকে শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) লগ্ন পতি: শুক্র
প্রেম ও দাম্পত্য

বৃষরাশির প্রেমযোগে সফলতা আসবে বছরের মাঝামাঝি সময়ে। বিনোদনমূলক স্থানে ঘুরতে গিয়ে প্রেমে পড়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন সুখের।
 
স্বাস্থ্য
হাড়ের সমস্যা ছাড়া তেমন কোনো বড় সমস্যার সম্ভাবনা নেই। তবে বছরের মধ্যে একাধিকবার চিকিৎসকের কাছে যেতে হতে পারে।

পরিবার
সম্পত্তি সমস্যার সম্বোধনের ক্ষীণ সম্ভাবনা আছে। কনিষ্ঠদের সঙ্গে সম্পর্ক ভালো হবে।

শিক্ষা
উচ্চশিক্ষা যোগ থাকলেও শিক্ষার কারণে বিদেশযাত্রায় সমস্যা দেখা দেবে।

ব্যবসা ও চাকরি
কর্মক্ষেত্রে ধীরগতিতে উন্নতির যোগ। ব্যবসায় মিশ্রযোগ।

মিথুন: (২২মে – ২১ জুন) লগ্ন পতি: বুধ
প্রেম ও দাম্পত্য
প্রেমযোগে বাধা মুক্তি। নতুন প্রেমে সফলতা। দাম্পত্য জীবনের সমস্যার সমাধান হবে।

স্বাস্থ্য
পেটের সমস্যা সারা বছর বিব্রত করবে। আঘাতযোগ আছে। বড় মাপের সমস্যার যোগ নেই।

পরিবার
পরিবারে একাধিক বিনোদনমূলক অনুষ্ঠান হবে। সম্পত্তি নিয়ে সমস্যা থাকবে।
 
শিক্ষা
শিক্ষায় বছরের প্রথম চার-পাঁচ মাস বাধা আছে। বাকি সময় মিশ্র।

ব্যবসা ও চাকরি
ব্যবসা শুভ। তবে অংশীদারি ব্যবসায় সমস্যা আসবে। কর্মে উন্নতির সম্ভাবনা। কর্ম পরিবর্তনের যোগ আছে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) লগ্ন পতি: চন্দ্র
প্রেম ও দাম্পত্য
প্রেম নিয়ে কিছু সমস্যা আসতে পারে। দাম্পত্য জীবনের সংশয় থেকে মুক্তি পাবেন। দুই ক্ষেত্রেই সমস্যার মূলে থাকবেন কোনো তৃতীয় ব্যক্তি।

উচ্চ রক্তচাপ নিয়ে সমস্যায় পড়বেন। বছরের মাঝামাঝি ও শেষের দিকটি স্বাস্থ্যের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

পরিবার
পরিবারে বড় কিছু শুভ বা অশুভ যোগ নেই। কিছু কিছু সমস্যা আপনাকে বিচলিত করবে।

শিক্ষা
শিক্ষাযোগ শুভ। শিক্ষা নিয়ে পরিকল্পনায় সফল হবেন।

ব্যবসা ও চাকরি
মৌসুমী ব্যবসায় লাভের অঙ্ক বাড়বে। চাকরিতে উন্নতির সম্ভাবনা ক্ষীণ। চাকরি পরিবর্তনের সম্ভাবনা আছে।

সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট) লগ্ন পতি: রবি
প্রেম ও দাম্পত্য

প্রেম শুভ। বিনোদনের যোগ আছে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে।

স্বাস্থ্য

সুগার বা মধুমেহ রোগ ধরা পড়তে পারে। রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে।

পরিবার
কনিষ্ঠদের সঙ্গে সম্পত্তি নিয়ে সমস্যা। বড়দের সঙ্গে মতবিরোধের হতে পারে। সন্তানের দিকটি শুভ।

শিক্ষা
শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্তরা সফল হবেন। ছাত্রদের ক্ষেত্রে বছরটি কিছুটা সমস্যার।

ব্যবসা ও চাকরি
চাকরিতে উন্নতির সম্ভাবনা। তবে কর্মক্ষেত্র বাধামুক্ত নয়। ব্যবসায় নতুন মূলধনের প্রয়োজন পড়তে পারে।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) লগ্ন পতি: বুধ 
প্রেম ও দাম্পত্য
নতুন প্রেমের সম্ভাবনা আছে। প্রেমের বাধাগুলি কাটবে। দাম্পত্য শুভ।

স্বাস্থ্য
অস্ত্রোপচারের যোগ আছে। খাদ্যনালীর সমস্যা, পাইলস, ফিস্টুলা নিয়ে সমস্যা বাড়বে।

পরিবার
সমস্যা মিটে গোটা পরিবারের এক হওয়ার সম্ভাবনা। তবে তার মধ্যেও কেউ কেউ আপনার বিরোধিতা করবে। পরিবারে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে।

শিক্ষা
বছরের মাঝামাঝি সফলতা। শিক্ষাক্ষেত্রে যুক্তদের জন্য শুভ বছর হতে চলেছে।

ব্যবসা ও চাকরি
কর্মক্ষেত্রে কোনো সহকর্মী বারবার আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করবে। ব্যবসার কিছু ছোট সমস্যা বাদ দিলে শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) লগ্ন পতি: শুক্র
প্রেম ও দাম্পত্য
২০১৬ সাল প্রেমের জন্য শুভ। দাম্পত্য জীবনে নতুন অতিথির শুভ আগমন ঘটতে পারে।

স্বাস্থ্য
উচ্চ রক্তচাপ, থাইরয়েড ইত্যাদির সমস্যা দেখা দিতে পারে। অস্ত্রোপচারের সম্ভাবনা আছে।  

পরিবার
সন্তানের উন্নতিতে আনন্দ পাবেন। সম্পত্তি নিয়ে সমস্যা বাড়বে।

শিক্ষা
শিক্ষার সঙ্গে যুক্তদের জন্য শুভ। ছাত্রদের জন্য মিশ্র।

ব্যবসা ও চাকরি
চাকরির উন্নতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত বাধাযুক্ত। এরপর উন্নতির সম্ভাবনা আছে। নতুন চাকরির সুযোগ। ব্যবসায় উন্নতির যোগ আছে।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) লগ্ন পতি: মঙ্গল
প্রেম ও দাম্পত্য
প্রেম নিয়ে সংশয় থাকবে। দাম্পত্যযোগ সুখের।

স্বাস্থ্য
উচ্চ রক্তচাপ, খাদ্যনালীর সমস্যার যোগ আছে।

পরিবার
পরিবার যোগ শুভ। পরিবারে সঙ্গে দূরে ভ্রমণের যোগ আছে। কনিষ্ঠদের সঙ্গে সম্পর্ক ভালো হবে।

শিক্ষা
শিক্ষাক্ষেত্রে সফলতা আসবে। শিক্ষাক্ষেত্রে যুক্তদের জন্য শুভ।

ব্যবসা ও চাকরি
খাদ্যদ্রব্য ব্যবসা অত্যন্ত শুভ। এছাড়া বস্ত্র ব্যবসায় শুভযোগ দেখা যাচ্ছে। ইমারতি ব্যবসায়ও শুভযোগ দেখা যাচ্ছে।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) লগ্ন পতি: বৃহস্পতি
প্রেম ও দাম্পত্য
দাম্পত্যজীবন সুখের। প্রেমের ক্ষেত্রে কিছু বাধা থাকবে। বিনোদনমূলক স্থানে ভ্রমণ করতে গিয়ে নতুন প্রেমের সম্ভাবনা আছে।

স্বাস্থ্য
চোখের সমস্যা, কিডনি সমস্যা, পায়ের সমস্যা ও সুগারের সমস্যা থাকতে পারে। বড় কোনো সমস্যার যোগ নেই।

পরিবার
গুরুজন ও ছোটদের নিয়ে বছর ভালোই কাটবে। তবে কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ সংসারে অশান্তি ডেকে আনতে পারে।

শিক্ষা
উচ্চশিক্ষায় কিছু বাধা আসবে। সাধারণভাবে শিক্ষা শুভ।

ব্যবসা ও চাকরি
নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা সফল হবে। তবে আর্থিক বিষয় নিয়ে ব্যবসায় সমস্যা থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) লগ্ন পতি: শনি
প্রেম ও দাম্পত্য
প্রেম নিয়ে পরিবারের সঙ্গে মতবিরোধ হতে পারে। বন্ধুর সাহায্যে সমস্যার সমাধান হবে। দাম্পত্য জীবনে বছরের শেষের দিকে কিছু সংশয় আসতে পারে।

স্বাস্থ্য
ছোটখাটো শারীরিক সমস্যার যোগ আছে। বড় কোনো সমস্যার সম্ভাবনা নেই। তবে হাঁটু বা ঘাড়ের ব্যথায় কষ্ট পাবেন।

পরিবার
সম্পত্তি নিয়ে পরিবারে সমস্যা দেখা দেবে। আইনি সমস্যার যোগ আছে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে।

শিক্ষা
শিক্ষাযোগ শুভ। শিক্ষার জন্য বিশেষ যাত্রার সুযোগ আসতে পারে।

ব্যবসা ও চাকরি
চাকরিতে উন্নতির যোগ আছে। অংশীদারি ব্যবসায় ভাঙন ধরতে পারে। আর্থিকযোগে বাধা আছে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) লগ্ন পতি: শনি
প্রেম ও দাম্পত্য
প্রেমযোগ শুভ। নতুন প্রেমের সম্ভাবনা আছে। দাম্পত্যযোগ শুভ।

স্বাস্থ্য
বাতের ব্যথা নিয়ে সমস্যা বাড়তে পারে। অস্ত্রোপচারের যোগ আছে।

পরিবার
পরিবারে বিনোদনমূলক অনুষ্ঠান হবে। পারিবারিক সমস্যা সমাধানের যোগ আছে।

শিক্ষা
শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্তদের জন্য শুভ বছর। উচ্চশিক্ষার বাধা কাটবে।

ব্যবসা ও চাকরি
চাকরি পরিবর্তনের যোগ আছে। আর্থিকযোগ শুভ। ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে।

মীন: ( ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) লগ্ন পতি: বৃহস্পতি
প্রেম ও দাম্পত্য
প্রেমের জন্য ২০১৬ শুভ বছর। নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন। দাম্পত্য জীবন সুখের।

স্বাস্থ্য
খাদ্যনালী ও হজমের সমস্যা হতে পারে। বড় কোনো সমস্যার যোগ নেই।

পরিবার
সম্পত্তি নিয়ে সমস্যার যোগ আছে। পরিবারে আনন্দ অনুষ্ঠান হবে।

শিক্ষা
শিক্ষার ক্ষেত্রটি শুভ। উচ্চশিক্ষার যোগ আছে।

ব্যবসা ও চাকরি
নতুন ব্যবসা শুরুর পরিকল্পনায় বাধা আসবে। চাকরির ক্ষেত্রটি শুভ। নতুন চাকরির সম্ভাবনা আছে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।