ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাশিফল

সিংহের প্রেম সমস্যার সমাধান, ধনু ভাবুন ইতিবাচক

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
সিংহের প্রেম সমস্যার সমাধান, ধনু ভাবুন ইতিবাচক

আজ কেমন যাবে
তারিখ- ১১/০৮/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময়। অনৈতিক কোনও ব্যাপারে জড়াবেন না, এতে আপনার অনেক সমস্যা বাড়বে।

নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন। প্রেম যোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬২

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। প্রেম এবং দাম্পত্যে ঝগরা, বিতর্কের যোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯৯

মিথুন: (২২ মে – ২১ জুন)
সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হবে। আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচি‍ৎ। প্রেম যোগ শুভ। পরিবারের সঙ্গে যতটা সম্ভব বেশি সময় কাটাতে চেষ্টা করুন। যাত্রা যোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮১

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কর্মক্ষেত্রে একজন ভালো বন্ধু কোনো বিশেষ কারণে সত্যিই বিরক্তিকর হতে পারে। আজ মানুষরা প্রশংসাসূচক মন্তব্য করবেন। প্রেম যোগ শুভ। শিক্ষায় উন্নতির সূচনা হবে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
আজ সম্ভবত বাড়ির মধ্যে এবং চারপাশে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করবেন। ছোট ছোট মতভেদের বিস্ফোরণ হতে পারে। প্রেমের সমস্যার সমাধান হবে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২৩

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কর্মক্ষেত্রে নিজেই নিজের শক্তি এবং দুর্বলতা জানতে পারবেন। কাজের জায়গায় দিনটি সত্যিই কঠিন হবে। প্রেম যোগে শুভ ফল লাভ করবেন। যাত্রা যোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯১

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আনন্দ বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেন। বেশি খরচ করা এবং অপ্রয়োজনীয় আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন। কর্মে শুভ যোগ বর্তমান। প্রেমে সমস্যার যোগ আছে। যাত্রা যোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৫১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বিদেশে কোনো চাকরিতে আবেদন করার ক্ষেত্রে আজকের দিনটি সৌভাগ্য পূর্ণ বলে মনে হচ্ছে। ফেলে রাখা সমস্যাগুলোর শিগগিরি সমাধান করা প্রয়োজন। প্রেম যোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২২

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ইতিবাচক ভাবুন এবং আজ থেকে প্রচেষ্টা দিতে শুরু করুন। সফলতা পাবেন। আপনি জানেন, কোথায় থেকে শুরু করতে হবে। তাই ভয় পাবেন না। প্রেম যোগ শুভ। যাত্রা যোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৪১

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে। আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার সামর্থ্যকে বিনষ্ট করবে। প্রেম নিয়ে মনে নানা রকম সমস্যার চিন্তা আসতে পারে। যাত্রা যোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৭

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কোনো আত্মীয় আজ আপনাকে অবাক করতে পারেন। কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে। প্রেম যোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে। শুভ ফল লাভের যোগ আছে। শুভ দিক উত্তর।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৭

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শিশুসুলভ এবং নিরীহ আচরণ পারিবারিক সমস্যা সমাধানে মুখ্য ভূমিকা পালন করবে। সারল্য জটিল সমস্যার সহজ সমাধান সামনে এনে দেবে। প্রেম যোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।