ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

আগামী বছর বিশেষ ভ্রমণ মকরের, আনন্দে কাটবে বৃষের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
আগামী বছর বিশেষ ভ্রমণ মকরের, আনন্দে কাটবে বৃষের প্রতীকী

গভীর উপলব্ধি থেকে লাভ হবে। নিজের চাহিদাগুলো নিয়ন্ত্রণ করুন। মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। সবার সঙ্গে নম্র ব্যবহার বজায় রাখুন। প্রেম নিয়ে সতর্কভাবে পা ফেলুন। যাত্রাযোগ শুভ। আগামী বছর শুভভাবে কাটবে।

আজ কেমন যাবে
তারিখ: ৩১/১২/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
গভীর উপলব্ধি থেকে লাভ হবে। নিজের চাহিদাগুলো নিয়ন্ত্রণ করুন।

মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। সবার সঙ্গে নম্র ব্যবহার বজায় রাখুন। প্রেম নিয়ে সতর্কভাবে পা ফেলুন। যাত্রাযোগ শুভ। আগামী বছর শুভভাবে কাটবে।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৩

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
ব্যবসা ও জীবিকার ক্ষেত্রে লাভের আশা রাখতে পারেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হতে পারে। সম্মান ও সামাজিক অবস্থানের বিশেষ উন্নতি হবে। কাজ প্রশংসিত হবে। শুভ দিক পশ্চিম। নতুন বছর কাটবে আনন্দে।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ১৫

মিথুন: (২২মে – ২১ জুন) 
পরিবারের সঙ্গে দিনটি উপভোগ করবেন। তার উপর আর্থিক লাভ দিনটিকে আরও আনন্দমুখর করে তুলবে। প্রেমের সমস্যা সমাধানের ফলে অনেকটা হাসি-খুশি, সুস্থ ও হালকা বোধ করবেন। লক্ষ্য রাখুন সফলতা যেন অহংকারী করে না তোলে। যাত্রাযোগে বাধা। নতুন বছরে পুরনো সমস্যা থেকে কিছুটা মুক্তি পাবেন।

শুভ রং: নীল, শুভ সংখ্যা : ৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
শারীরিকভাবে ক্লান্ত ও মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন। কর্মব্যস্ততা ক্লান্ত, বিরক্ত ও বিধ্বস্ত করে তুলবে। শান্ত থাকুন। সময়ে বিশ্রাম করুন। কোনো কিছুতে ভয় পাবেন না। বন্ধুদের সঙ্গে নিজের তুলনা অবশ্যই বন্ধ করুন। প্রেমের ক্ষেত্রে সঠিক সময়টির জন্য অপেক্ষা করুন। আগামী বছর সাফল্য আসবে।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা : ২ 

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
আত্মনিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করুন। সম্ভব হলে সব কিছুতেই নিয়ন্ত্রণ রেখে চলার চেষ্টা করুন। মাথা ঠাণ্ডা রাখুন। চেষ্টা করলে মতানৈক্য, বিতর্ক ও বিরোধ এড়িয়ে চলতে পারবেন। প্রিয়জনদের সঙ্গে বাকবিতণ্ডা এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকুন। শুভ দিক উত্তর। আগামী বছর আর্থিকভাবে শুভ হবে।

শুভ রং: লাল, শুভ সংখ্যা : ১৬ 

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
আনন্দিত ও সন্তুষ্ট বোধ করবেন। অন্যদের সঙ্গে কথোপকথনে এ আনন্দ ও খুশি ধরা পড়বে। প্রেম ও বন্ধুত্বের সম্পর্কগুলির উন্নতি হবে এবং সেগুলি আরও সুদৃঢ় হবে। নতুন সম্পর্ক তৈরির জন্য সময়টি ভালো। প্রিয়জন ও সহকর্মীদের সাহায্য পাবেন। যাত্রাযোগ শুভ। নতুন বছরে নতুন অনুপ্রেরণা লাভ করবেন।

শুভ রং: হলুদ,  শুভ সংখ্যা : ১৫

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) 
কোনো বিষয়ে সুদৃঢ় সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। দিনটি নতুন কাজ শুরুর জন্য ভালো নয়। বিতর্ক এড়িয়ে চলুন। সবার সঙ্গে নম্র ব্যবহার বজায় রাখুন। ইতিবাচকতা থাকুন। তবেই দিনটি সুস্থভাবে কাটবে। প্রেমের ক্ষেত্রে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। মানসিক শান্তি ফিরে পাবেন। শুভ দিক দক্ষিণ। নতুন বছরে সম্পত্তি লাভের যোগ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা : ৫ 

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
মানসিক শান্তি ও সুস্বাস্থ্য বোধ করবেন। বাড়ির পরিবেশ আনন্দময় হবে। কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারবেন। সৃজনশীল কাজকর্মের প্রতি ঝোঁক দেখা দেবে। মনের মানুষটির সঙ্গে কোনো রোমাঞ্চকর স্থানে ঘুরতে যাওয়ার জন্যও এটি ভালো সময়। শুভ দিক পশ্চিম। আগামী বছর চাকরি ও বাণিজ্যের উন্নতি হবে।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ১৬

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 

অস্বস্তিকর বিতর্কের সম্মুখীন হতে পারে। কথা-বার্তায় নিয়ন্ত্রণ রাখুন। যে কোনো পরিস্থিতিতে মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কেউ কোনো কটূ কথা বললেও যতটা সম্ভব মুখ বুজে থাকুন। নয়তো বিরোধের সূত্রপাত হতে পারে। শরীরের যত্ন নিন। প্রেমযোগে শুভ ফল পেতে দেরি হবে। যাত্রাযোগ শুভ। নতুন বছরে নতুন আশার পূরণ হবে।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা : ২০

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 
ভ্রমণ পরিকল্পনা লাভদায়ী ও আনন্দমুখর হবে। নতুন জিনিস কেনাকাটায় প্রচুর খরচ করতে পারেন। খরচ হলেও এটি আপনাকে আনন্দ দেবে। পছন্দের জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন। পরিবারে আনন্দমুখর পরিবেশ তৈরি হবে। যাত্রাযোগ শুভ। আগামী বছর বিশেষ ভ্রমণের যোগ।
 
শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ১২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
অসাধারণ কাজের জন্য স্বীকৃতি পাবেন। সৃজনশীল ভাব প্রকাশ করতে পারবেন। যা অত্যন্ত আনন্দিত করবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। সামাজিক মর্যাদা বাড়বে। পরিবারের সদস্য ও আত্মীয়দের সঙ্গে বেড়াতে গিয়ে আনন্দিত হবেন। শুভ দিক পশ্চিম। নতুন বছরে শারীরিক সমস্যা কিছুটা কমবে।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা : ১১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
শারীরিক বা মানসিকভাবে ক্লান্ত, অসুস্থ অথবা বিভ্রান্ত থাকতে পারেন। অনিচ্ছা সত্ত্বেও এমন কিছু বলবেন, যেটি প্রিয়জনদের সঙ্গে মনোমালিন্য তৈরি করতে পারে। কোনো ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে কথা বলার সময় সংযত থাকুন। নেতিবাচক চিন্তা ও অনুভূতিগুলি প্রেমের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। শুভ দিক দক্ষিণ-পশ্চিম। আগামী বছর থাকবে হাসি ও আনন্দে ভরা।

শুভ রং: সাদা,  শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।