ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মেষ-বৃষের চাই খাদ্য সচেতনতা, মীনের প্রেমে কষ্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
মেষ-বৃষের চাই খাদ্য সচেতনতা, মীনের প্রেমে কষ্ট

আজ কেমন যাবে

তারিখ- ০১/০২/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন। নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে।

সারাদিন বেশ ভালোই কাটবে। খাওয়াদাওয়ার ক্ষেত্রে সংযত থাকুন, নয়তো শরীর অসুস্থ হওয়ার শঙ্কা। অপরিকল্পিতভাবে অর্থব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
পরিমিত খাদ্য গ্রহণ করুন। শরীরচর্চা করুন। আইনি জটিলতায় ভুগতে পারেন। বিচার না করে ব্যয় করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ হতে পারে। প্রেম নিয়ে যেকোনো সমস্যায় শান্ত থাকুন। কোনো সমস্যার সম্মুখীন হলে ঠাণ্ডা মাথায় তার সমাধানের রাস্তা খুঁজুন। অহেতুক বিতর্কে জড়াবেন না। ভ্রমণের যোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন মিথুন: (২২ মে – ২১ জুন)
বেশ কিছু ভালো ঘটনা অপেক্ষা করছে। কর্মস্থলে সমস্ত কাজগুলো গ্রাহ্য হবে। অপ্রত্যাশিত পদোন্নতিও হতে পারে। প্রিয়জন অথবা বন্ধুদের সঙ্গে দেখা করে বিশেষ আনন্দ পাবেন। প্রেম এবং বৈবাহিক জীবনের সুখ এবং মানসিক শান্তি বজায় থাকবে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
নতুন কোনো প্রকল্প সূচনা করার সম্ভাবনা আছে। সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন আজ। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আজ যে কাজ করবেন তাতে সাফল্য আসবে। ভাগ্য সহায় থাকবে। কিছু আর্থিক লাভ হতে পারে। ভাই ও বোনেরা উপকারে আসতে পারে। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
প্রেম নিয়ে অনুভূতিশীল হয়ে পড়বেন। এই অনুভূতি যে কোনোরকম হতে পারে আনন্দ, উদ্দীপনা, হতাশা বা দুঃখ। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। আচমকা কিছু ব্যয় এবং ঘটনাচক্রে সম্মানহানিরও শঙ্কা আছে। তবে গ্রহ দশা খুব খারাপ নয়, তাই শান্ত থাকুন। খুব তাড়াতাড়ি এই সমস্ত বিপর্যয় কেটে যাবে। শুভ দিক উত্তর।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
আলোচনাগুলো থেকে দূরে থাকুন, এগুলো বিতর্কের রূপ নিতে পারে। আজ ছাত্র অথবা বুদ্ধিজীবীদের নিজ ক্ষেত্রে অগ্রগতি খুব মন্থর। কোনো ভালো বন্ধু অথবা প্রিয়জনের সঙ্গে দেখা সারাদিনের ক্লান্তি কাটাতে সাহায্য করবে। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ১৯

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
কোনো ব্যতিক্রমী সাফল্য পাওয়ার আশা নেই। মাথা ঠাণ্ডা রাখলে যাবতীয় দ্বন্দ্ব এবং দৈনন্দিন কাজের বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে উঠতে পারবেন। অহেতুক পরিশ্রম এবং প্রতিরোধের কারণে ক্লান্ত বোধ করতে পারেন। প্রেম ও দাম্পত্য সংক্রান্ত ঘটনাগুলোও মানসিকভাবে ক্লান্ত করে তুলবে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২১

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
সঞ্চয় বাড়বে এবং ব্যবসা সমৃদ্ধ হবে। শারীরিক এবং মানসিকভাবে চনমনে বোধ করবেন। সামাজিক অবস্থারও যথেষ্ট উন্নতি হবে। যদি কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবেন সেটি সফল হবে। প্রেম শুভ, এটিকে উপভোগ করুন।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ইতিবাচক মানসিকতা বজায় রাখুন নাহলে নেতিবাচক চিন্তাধারা অর্থসংকট ইত্যাদি ভুল পথে চালিত করতে পারে। শান্ত থাকুন এবং নেতিবাচক মানসিকতার মানুষদের থেকে দূরে থাকুন। ধ্যান ও প্রার্থনায় মন দিন। প্রেমযোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা :  ৩

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
কোনো নতুন কাজ আজ সম্পূর্ণ করতে পারেন। কোনো মন্দিরের দর্শন মানসিক অবস্থার উন্নতি ঘটাবে। একটি দীর্ঘ যাত্রার প্রবল সম্ভাবনা আছে। দূরের কোনো বন্ধুর কাছ থেকে সুখবর পেতে পারেন। নতুন প্রেমের সম্ভাবনা আছে। স্বাস্থ্যের দিকে নজর দিন।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা এবং পরামর্শ করে তবেই কাজ করুন। ঊর্ধ্বতনদের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনার সম্ভাবনা আছে। জীবিকা সূত্রে ভ্রমণের প্রবল সম্ভাবনা। চাকরিতে আপনার দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রেমযোগ মিশ্র। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেমের সম্পর্কে দূরত্ব আপনাকে মানসিকভাবে কষ্ট দিতে পারে। কর্মে উন্নতির যোগ আছে। শিক্ষায় শুভ যোগ বর্তমান। ব্যবসায়ে নতুন সম্ভাবনার জন্ম হবে। বিদেশ ভ্রমণের যোগ আছে।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।