ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

উপকারে আনন্দ মেষের, প্রতিবাদ ছাড়ুন কন্যা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
উপকারে আনন্দ মেষের, প্রতিবাদ ছাড়ুন কন্যা আজকের রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ০৫/০২/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
পুরনো কোনো রোগের উপশম হতে পারে। আয় বৃদ্ধি পাবার জন্য মনে আনন্দ বৃদ্ধি পাবে।

পুরনো কোনো পাওনা পেতে পারেন। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। কাউকে উপকার করে মনে আনন্দ পাবেন। প্রেম নিয়ে সমস্যারযোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩১

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
মনে কোনো কারণে আজ অবসাদ আসতে পারে। ফটকা ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। রক্ত পাতের যোগ আছে ফলে একটু সাবধান থাকতে হবে। কর্মস্থানে একটু ঝামেলা হতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৫

মিথুন মিথুন: (২২ মে – ২১ জুন)
আজ তর্কবিতর্কের ফলে রক্তচাপ বাড়তে পারে। এক ঘেয়েমি কাটাতে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। সহকর্মীদের সঙ্গে ঐক্য বজায় রাখুন। বেশি খরচে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আজ এমন কিছু খবর পাবেন যা মানসিক উত্তেজনা বাড়িয়ে দেবে। প্রেম নিয়ে সমস্যা দেখা দিতে পারে। বহু পুরনো ইচ্ছা পূরণ হতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো কাজে পরিবারের কাউকে সঙ্গে নিন। সন্তানের ওপর বিশ্বাস রাখুন।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

সিংহ সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
অতিরিক্ত রসিকতাই ঝামেলার কারণ হতে পারে। বন্ধুর ওপর ভরসা করতে পারেন ফল ভালো হবে। বিশেষ কোনো কাজের ঝুঁকি নেবেন না। প্রেমে তৃতীয় কেউ এসে যেতে পারে, এই বিষয়ে নজর রাখুন।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
প্রতিবাদী মনোভাব ছেড়ে দেওয়াই ভালো হবে। কিছুটা মানিয়ে নিলে ব্যবসায়ে সুবিধাই হবে। হঠাৎ করে মামলায় জড়িয়ে পরতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা থাকলে সেটা মিটে যাবে। প্রেম নিয়ে কিছুটা উদ্বেগ থাকবে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৫

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আজ যেকোনো কাজে পরিবারকে সঙ্গে পাবেন। পাওনা অর্থ পাওয়ার সংকেত আছে। পুরনো সহকর্মীর সাথে আবার দেখা হতে পারে। কাউকে কোনো কথা দেওয়া ভুল হবে। প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে।

শুভ রং : বেগুনি,   শুভ সংখ্যা : ৫

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
উন্নতির প্রচেষ্টা সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। সম্পত্তি কেনা-বেচার জন্য সময়টা ভালো নয়। ছোট কারোর কাছ থেকে অপমান হতে পারেন। বিদ্যার্থীদের জন্য শুভ সময়। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কোনো বিষয়ে চিন্তিত থাকায় অশোভন আচরণ করে ফেলতে পারেন। আজ কর্মে অভিজ্ঞতা ব্যবহারের সুযোগ পাবেন। প্রেম অথবা বিবাহ নিয়ে সংসারে জটিলতা আসাতে পারে। কারোর বিপক্ষে যাবেন না। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
সারাদিন সব কাজ খুব ভেবে করবেন। প্রেমে সফলতার যোগ আছে। সকালে কাজে একটু বাধা থাকলেও পরে কেটে যাবে। ভ্রমণের সুযোগ হাত ছাড়া হতে পারে। প্রেমে জটিলতার যোগ আছে। শুভ দিক উত্তর।
 
শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কর্মক্ষেত্রে আপনাকে করুণার পাত্র হতে হবে। দিনের মধ্য ভাগে প্রয়োজনীয় কাজ মিটিয়ে নেওয়াই ভালো। আজ কোনো সুখবর পেতে পারেন। মধুর ব্যবহার সংসারে শান্তি নিয়ে আসবে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কর্ম ক্ষেত্রে খুব ব্যস্ততার মধ্যে কাটাতে হবে। নীতি কথা বলার জন্য অপদস্থ হতে হবে। অতিরিক্ত চাহিদা আজ দুশ্চিন্তার কারণ হতে পারে। সন্তানদের শুভ খবর আসতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : আকাশী, শুভ সংখ্যা : ১০

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।