ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ধর্মে মন মিথুনের, মীনের জনপ্রিয়তায় প্রেম

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
ধর্মে মন মিথুনের, মীনের জনপ্রিয়তায় প্রেম আজকের রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ১৩/০২/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
কঠোর পরিশ্রম ও দক্ষতা ঊর্ধ্বতনদের খুশি করবে। পদোন্নতির সম্ভাবনা আছে।

একদিকে ব্যবসায় যেমন এক নতুন রাস্তা তৈরি করবেন, অন্যদিকে প্রেমের ক্ষেত্রেও সফল হওয়ার বিশেষ সম্ভাবনা আছে। বাড়ির বন্ধুত্বপূর্ণ পরিবেশ আনন্দ দেবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
ব্যবসার ক্ষেত্রে শুভ। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। নতুন কারো সঙ্গে আলাপও হতে পারে। বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। নতুন প্রকল্প শুরু করার জন্য দিনটি খুবই ভালো। প্রেমের প্রস্তাবের জন্য সময়টি আদর্শ। আর্থিক উন্নতির যোগ আছে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে মনোনিবেশ করবেন। ধর্মীয় কাজে খরচও করবেন। আইনি বিষয়গুলোতে নজর দিন। কিন্তু কোনো কিছু করার দিকেই আজ খুব বেশি ঝোঁক থাকবে না। প্রেম নিয়ে হতাশ হয়ে পড়েতে পারেন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
যে কাজগুলো করার পরিকল্পনা আজ করেছিলেন সেগুলি সবই সম্পন্ন করতে পারবেন। শারীরিক ও মানসিক উভয় ভাবেই আনন্দিত বোধ করবেন। প্রেমের সফলতা পাবেন। আত্মবিশ্বাস ও উদ্দীপনা বাড়বে। পরিবারে কোনো শুভ কাজ অনুষ্ঠিত হতে পারে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
নতুন ব্যবসার কাজে মনোনিবেশ করবেন। নতুন বিনিয়োগ লাভজনক হবে। ব্যবসার আইনি বিষয়গুলোতে নজর দিন। প্রেমের সফলতার যোগ আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
শারীরিক ও মানসিকভাবে উজ্জীবিত থাকার ফলে সফলতা আসবে। প্রেমের সম্পর্কে সফলতা আসবে। পরিবারে কোনো শুভ কাজ অনুষ্ঠিত হতে পারে। কোনো প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ আনন্দকে আরও বাড়িয়ে দেবে। শুভ দিক উত্তর।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
গৃহের পরিস্থিতি প্রতিকূল হয়ে উঠবে। পরিবারের সদস্যরা সামান্য অসহযোগিতাতেই বিতর্ক শুরু করে দিতে পারে। দৃঢ় চিত্ত মনোভাব বিষয়গুলোকে আরও জটিল করে তুলবে। প্রেমের ক্ষেত্রে ধৈর্য রাখুন। নেতিবাচক চিন্তাগুলোকে প্রশ্রয় দেবেন না। শুভ দিক পশ্চিম।

শুভ রং সাদা, শুভ সংখ্যা : ১

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
পারিবারিক সঙ্গ খুবই বেশি আনন্দময় মনে হবে। পারিবারিক সম্পর্কগুলোতে আনন্দ ও পরিবারের লোকজনের সঙ্গে সদ্ভাব আজ শত্রুদের ওপর জয় পেতে আপনাকে সাহায্য করবে। সব কাজেই সাফল্য পাবেন। যাত্রাযোগে বাধা।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৮

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
স্থবিরতা, আলস্য ও অন্য কিছু মানসিক কারণ যন্ত্রণা দিতে পারে এবং কাজগুলো সম্পন্ন করায় বাধা দিতে পারে। নিষ্ক্রিয় বোধ করবেন এবং এটি দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে দেবে। কোনো প্রিয়জনের সঙ্গে ঝগড়া, প্রেমিক-প্রেমিকার সঙ্গে বিবাদ আপনাকে আঘাত করবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৪

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
প্রেম নিয়ে মনে চঞ্চলতা জন্ম নিতে পারে। ক্রোধ নিয়ন্ত্রণ করলে লাভবান হবেন, কারণ এটি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনঃসংযোগ করতে সাহায্য করবে। এতে স্বাস্থ্যও ভালো থাকবে। যে কাজগুলো মন থেকে করতে চান সেসব কাজেই নিজেকে ব্যস্ত রাখবেন। ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য আজকের দিনটি ভালো।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
প্রেমের সম্পর্কের প্রতি যথেষ্ট যত্নবান থাকুন। অংশীদার ও সহকারীদের কাছ থেকে সাহায্য পাবেন। ঊর্ধ্বতনরা কাজের প্রশংসা করবেন। শত্রুদের ওপর জয় পাবেন। সৃজনশীল, শিল্প ও উচ্চাকাঙ্ক্ষী কার্যকলাপে বেশি সময় কাটানোয় চারপাশে শান্তির এক আবহ তৈরি হবে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৭

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
সামাজিক জনপ্রিয়তা প্রেমের সম্পর্ক তৈরিতে সাহায্য করবে। অংশীদার, আত্মীয় অথবা সহকারীদের কাছ থেকে পাওয়া সম্মান ও জনপ্রিয়তা আজ উদ্দীপ্ত করবে। কোনো মনোরম স্থানে বন্ধু বা পরিবারের সঙ্গে বেড়াতে যেতে পারেন। শারীরিক ও মানসিক অবস্থা খুব ভালো থাকবে। আজ কোনো ভালো জিনিস কেনাকাটা করতে পারেন। আজ নিজের পছন্দ মতো খাবার খাওয়ার সুযোগ পেতে পারেন। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।