ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাশিফল

মীন-বৃশ্চিকের সুনাম কর্মস্থলে, ধনুর পড়াশোনায়

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
মীন-বৃশ্চিকের সুনাম কর্মস্থলে, ধনুর পড়াশোনায় রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ১৯/০৩/২০১৭

মেষমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
অনেক সমস্যার সমাধান করতে হবে। লেখকদের উন্নতির সময় আসছে।

কর্মস্থলে কোনো কারণে বিবাদ হতে পারে। ব্যবসার জন্য চিন্তা বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে কোনো চিন্তা। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪১

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
সম্পর্কের দোলাচলের কারণে মনের দিকে একটু কষ্ট বাড়তে পারে। বিভিন্ন বিষয় নিয়ে বন্ধুদের সঙ্গে তর্ক হতে পারে। ব্যবসার দিকে শত্রু দ্বারা ক্ষতির আশঙ্কা আছে। প্রেম নিয়ে চিন্তা থাকবে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩৪

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন) 
একটু সাবধানে চলুন আঘাত লাগতে পারে। সংসারে সামান্য কথায় বিবাদ বাড়তে পারে। কর্মস্থানে কোনো কারণে বিবাদ হতে পারে। আত্মীয়ের জন্য ডাক্তারের খরচ বাড়তে পারে।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
অতিরিক্ত উদারতার জন্য লোক সুযোগ নিতে পারে। শরীরে কোনো কষ্ট বাড়তে পারে। কিছু পাওনা আদায় হওয়ার যোগ আছে। ব্যবসার দিকে কোনো চিন্তা বাড়বে। বাড়িতে আত্মীয় আসতে পারে। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৬

সিংহসিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
কর্মস্থলে উন্নতির যোগ আছে। প্রেম নিয়ে কোনো কারণে ক্ষোভ বাড়তে পারে। ভ্রমণে আনন্দ বাড়বে। গাড়িচালকদের জন্য ভাল সময়। নেশার প্রতি আসক্তি বাড়তে পারে।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৬ 

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
সারাদিন খরচ বাড়তে থাকবে। কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না । তবে ব্যবসার দিকে শুভ কোনো যোগাযোগ আসতে পারে। মাথার যন্ত্রণা নিয়ে কষ্ট পেতে পারেন। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ৬৬

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) 
কোনো গুণীজনের সঙ্গ লাভ হতে পারে। গঠনমূলক কাজের উন্নতির সুযোগ আসবে। ব্যবসার দিকে লাভ বাড়তে পারে। নতুন ব্যবসায়ে কিছু বিনিয়োগ করতে পারেন। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বিবাদ বাড়তে পারে।

শুভ রং :  হলুদ,  শুভ সংখ্যা : ৯২ 

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
অপরের উপকার করতে গিয়ে বিপদ আসতে পারে। সন্তানের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। কর্মস্থলে সুনাম বাড়বে। পেটের কোনো পুরানো রোগ বাড়তে পারে। ব্যয় বাড়বে। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ১৬

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
ডাক্তারের জন্য খরচ বাড়বে। অতিরিক্ত রাগের কারণে ব্যবসার দিকে ক্ষতি হতে পারে। পড়াশোনার জন্য সুনাম বাড়বে। আইনি কোনো কাজের জন্য চিন্তা বাড়বে। কর্মস্থলে চাপ বাড়বে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯৬

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
নতুন কোনো বন্ধুর সাহায্য পাবেন। কর্মস্থলে মান-সম্মান নিয়ে টানাটানি হতে পারে। প্রেমে সমস্যার আশঙ্কা। বিয়ের ব্যাপারে কোনো আলোচনায় সাবধানে মতামত দিন। যাত্রাযোগ শুভ।  

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩৫

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
কোনো সমস্যার সামনে সাহসিকতার প্রদর্শন করতে পারবেন। কর্ম নিয়ে কোনো উদ্বেগ বাড়তে পারে। প্রেমের জন্য মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসার দিকে একটু তর্ক হতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯১

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
কাজে খুব ভাল সুনাম পাবেন। মনের দিকে একটু চাপ বাড়তে পারে। ব্যবসার দিকে শুভ পরিবর্তন হতে পারে। বাবার শরীর নিয়ে একটু খরচ বাড়তে পারে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ২

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।