ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাশিফল

হলুদ শুভ রং কুম্ভের, কর্কটের সবুজ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
হলুদ শুভ রং কুম্ভের, কর্কটের সবুজ আজকের রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ০২/০৪/২০১৭

বৃষ

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
গুরুত্বপূর্ণ কাজ আগে করুন। আয়-ব্যয়ের হিসাবের দিকে নজর দিন।

খরচের যোগ। সঠিক সময়ে ক্রোধ ও বচন নিয়ন্ত্রিত না করতে পারলে মতানৈক্যের সম্ভাবনা। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি। প্রেম নিয়ে বিতর্কে জড়াবেন না।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

বৃষ

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
মানসিকভাবে হালকা বোধ করার জন্য খুশি থাকবেন। চিন্তা থাকবে না। বন্ধুদের সঙ্গে মজার কথোপকথন ও ভাই-বোনেদের সঙ্গে সময় কাটাতে পারেন। একটি ছোট ভ্রমণে যেতে পারেন। প্রেমযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৫

মিথুন

মিথুন: (২২মে – ২১ জুন)
উৎসাহ, উদ্দীপনা কম থাকবে। শারীরিক ও মানসিকভাবে সুস্থবোধ করবেন না। পরিবারে মতবিরোধ হতে পারে। মানসিক অবসাদে ভুগতে পারেন। একঘেঁয়ে লাগতে পারে। জল থেকে দূরে থাকুন। দিনের শেষে ভালোভাবে ঘুমানোর জন্য ধ্যান করতে পারেন। প্রেমযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

কর্কট

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
যাত্রার পরিকল্পনা স্থগিত রাখুন। বদহজমের সমস্যায় ভুগবেন। সন্তানদের শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে সারাদিন চিন্তা করতে পারেন। কাজে সাফল্য না পেয়ে হতাশ হবেন। ক্রোধ নিয়ন্ত্রণ করুন। প্রেমযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২

সিংহ সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। সুস্থবোধ করবেন। যারা রোগভোগ করছেন তাদের জন্য খুশির সময়, কারণ রোগমুক্তি হতে পারে। সহকর্মীদের থেকে সাহায্য পেতে পারেন। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যেতে পারেন। মাতুলালয় থেকে সুসংবাদ। অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬

কন্যা

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
দিনটি আনন্দে কাটবে। প্রাণবন্ত ও চিন্তাহীন থাকবেন। বিভিন্ন সাংস্কৃতিক বিষয়গুলি ব্যস্ত রাখবে। প্রচুর জামাকাপড় ও গয়না কিনবেন। শারীরিক ও মানসিকভাবে সক্রিয় থাকবেন। সামাজিক সম্মান ও প্রতিপত্তি পাবেন। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১৫

তুলা

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
নতুন প্রকল্পগুলি শুর‍ুর জন্য দিনটি আদর্শ নয়। রাস্তার ধারের বিভিন্ন ভাজাভুজি, চাট ইত্যাদি লোভনীয় খাবার খাবেন না। শারীরিক সমস্যায় ভুগতে পারেন। ক্রোধ নিয়ন্ত্রণ করুন। তিক্ত ভাষা ব্যবহারে বিরত থাকুন। জল ও জলীয় বস্তু থেকে সাবধান থাকুন। নতুন প্রেমের সম্ভাবনা। মতবিরোধ তৈরি করতে পারে এমন বিষয়গুলি থেকে দূরে থাকুন। ভ্রমণের যোগ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা : ৫

বৃশ্চিক

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
ক্রোধ নিয়ন্ত্রণ রাখা উচিত। বিদেশে বসবাসকারী কোনো প্রিয়জনের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। নির্দিষ্ট কাজগুলিতে মনোসংযোগ করুন। কাজ সময়ে শেষ করার জন্য মনোসংযোগ করতে হবে। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

ধনু

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
সমস্ত কাজ সফলভাবে সম্পন্ন হবে। ঊর্ধ্বতনদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন। তারা কাজে খুশি হবেন। পদোন্নতির সম্ভাবনা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আনন্দ পাবেন। স্বাস্থ্য ও পরিবারের সঙ্গে সম্পর্ক ইতিবাচক থাকবে। প্রেমযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২০

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
অবিবাহিতদের ভালো জীবনসঙ্গী পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক লাভের জন্যেও দিনটি ভালো। বন্ধু ও পরিচিতদের সঙ্গে দেখা হতে পারে। সন্তানদের কাছ থেকে সুখবর আশা করতে পারেন। চাকরি অথবা ব্যবসায় উন্নতি হতে পারে। যাত্রাযোগ শুভ।
 
শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১২

কুম্ভ

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
দুশ্চিন্তায় থাকবেন। চোখের সমস্যায় ভুগতে পারেন। পরিবারের সদস্যরা সময় কম দেওয়ার জন্য রেগে থাকবে। খরচের দিকে নজর রাখুন। কঠোর পরিশ্রম করতে হতে পারে। দুর্ঘটনার সম্ভাবনা আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১১

মীন

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
খুবই সক্রিয় বোধ করবেন। অসাধারণ পারিবারিক পরিবেশ থাকবে। সামাজিক দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা। মায়ের কাছ থেকে কোনো সুসংবাদ পেতে পারেন। প্রেমযোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।