ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ব্যবসা ভালো যাবে মীনের, মিথুনের প্রেমে সফলতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মে ৩১, ২০১৭
ব্যবসা ভালো যাবে মীনের, মিথুনের প্রেমে সফলতা রাশিফল/ প্রতীকী

আজ কেমন যাবে
তারিখ: ০১/০৬/২০১৭

মেষমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
শত্রুর সঙ্গে অশান্তি শুরু হতে পারে। কোনো বন্ধুর জন্য পরিবারে অশান্তি আসতে পারে।

দিনের মধ্যভাগে সব দরকারি কাজগুলো করুন। প্রেমযোগ মিশ্র। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
সম্পত্তি নিয়ে বাবা-মায়ের সঙ্গে অশান্তি হতে পারে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য কর্মস্থানে ঝঞ্ঝাট মুক্ত হবে। ব্যবসার স্থানে কর্মচারী নিয়ে কোনো বিবাদ বাঁধতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন) 
শরীর নিয়ে একটু সমস্যা বাড়তে পারে। দিনের মধ্যভাগে বকেয়া কাজ করুন। সমাজের কোনো ভালো কাজ করবার সম্মান বাড়তে পারে। ব্যবসার জন্য নতুন করে অর্থ বিনিয়োগ করবেন না। প্রেমের সফলতা আসবে শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
কোনো লেনদেনের ব্যাপারে মনের ভিতর অস্থিরতা কাজ করবে। সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে। অর্থভাগ্য মধ্যম প্রকার। সঞ্চয় খুব ভালো হবে না। ব্যবসা দিকে একটু মনোযোগ দিন। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলার চেষ্টা করুন।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহসিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
শরীর খারাপ না থাকলেও মনের দিক দিয়ে ক্লান্ত অনুভাব করবেন। যেমন আয় বাড়বে ঠিক ব্যয় ও ঠিক তার সাথে থাকবে প্রচুর। বিলাসিতায় খরচ বাড়বে বেশি। ঘরের ঝগড়া বাইরে বলবেন না, লোক সুযোগ নেবে। প্রেমযোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২ 

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
পছন্দমতো কোনো বন্ধুকে সঙ্গে পাওয়ায় মনের আনন্দ। প্রেম বা বিয়ে জীবনে কোনো অচেনা অশান্তি আসতে পারে। ব্যবসার জন্য বাড়তি বিনিয়োগ করতে পারেন। সমাজে সুনাম বাড়বে। ভ্রমণের যোগ আছে।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) 
সম্পত্তি নিয়ে কোনো বিবাদ বাঁধতে পারে। মাথা ঠাণ্ডা রেখে সব কাজ করতে হবে, নাহলে বিপদ বাড়তে পারে। কোনো নতুন খবর মনে আনন্দ বাড়াতে পারে। প্রেমযোগ মিশ্র। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ২১

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
মধ্যভাগে কোনো ভালো আশা পূরণ হতে পারে। ধীরে চলাফেরা করুন রক্তচাপ বাড়তে পারে। সন্তানের কাজের ব্যাপারে চেষ্টা। প্রেমের ক্ষেত্রে সমস্যার যোগ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
প্রথম দিকে কোনো ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন। কর্মস্থানে সাহসের সঙ্গে কোনো পদক্ষেপ নিলে ভালো লাগবে। কোনো বন্ধুর জন্য গর্ববোধ হবে। দূরে ভ্রমণের আলোচনা এখন একটু স্থির রাখুন। শুভ দিক উত্তর।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৩

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না। আপনার নির্দেশ ভালো হওয়ার জন্য কর্মস্থানে সুনাম বাড়তে পারে। নতুন প্রেমের বার্তা আসতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু বেশি সময় দিন।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 
শরীরের দিকে কোনো অঙ্গের যন্ত্রণা বাড়তে পারে। ভুল চিকিৎসার জন্য নাজেহাল হতে হবে ও খরচ বাড়বে। বাড়ির অশান্তির দিকে বেশি নজর দেবেন না। পরিবারের সঙ্গে আলোচনা করে তবে কোনো সিদ্ধান্ত নিন। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
অপরের দ্বারা কোনো উপকার পেতে পারেন। প্রেমের ব্যাপারে কোনো ঝামেলা বাড়তে দেবেন না। মধ্যভাগে কোনো বিশেষ কাজে বাইরে যেতে হতে পারে। ব্যবসা ভালো যাবে। প্রেমযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ০১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।