ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

চালাকি করবেন না বৃশ্চিক, সিংহের প্রেমে বন্ধুর সহযোগিতা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ২, ২০১৭
চালাকি করবেন না বৃশ্চিক, সিংহের প্রেমে বন্ধুর সহযোগিতা চালাকি করবেন না বৃশ্চিক, সিংহের প্রেমে বন্ধুর সহযোগিতা

আজ কেমন যাবে
তারিখ- ০৩/০৬/২০১৭

মেষমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
আর্থিক লাভের ক্ষেত্রে বাধা হতে পারেন কোনো পরিচিত ব্যক্তি। কর্মক্ষেত্রে সহকর্মীরা সমস্যার সৃষ্টি করতে পারে।

প্রেমযোগ শুভ। আর্থিক ক্ষেত্রে বাধা আছে। ব্যবসায়ে মিশ্র যোগ। ভ্রমণের যোগ শুভ। আর্থিক ক্ষতির আশঙ্কা। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
আর্থিক বিষয়ে বন্ধুর সঙ্গে মতের অমিল হতে পারে। প্রেম নিয়ে হতাশ হবেন না। প্রেমের জটিলতা কেটে যাবার সম্ভাবনা আছে। দাম্পত্য সমস্যার সমাধান হবে। কর্মে উন্নতির যোগ আছে। ব্যবসায় শুভ যোগ বর্তমান। যাত্রাযোগে বাধা আছে। আর্থিক উন্নতির যোগ আছে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন) 
ঋণ দিয়ে পরবর্তী সময়ে ঋণ আদায়ে সমস্যা দেখা দিতে পারে। মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে এমন কাজ করবেন না। ব্যবসায়ে মিশ্র ফল লাভ হবে। শিক্ষায় শুভযোগ বর্তমান। প্রেমের সমস্যার সমাধান হবে। দাম্পত্যে শুভ যোগ আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
সঞ্চয়ের ক্ষেত্রে একাধিক বাধা সামনে আসবে। নতুন প্রেমের বিষয়ে পারিবারিক দিক থেকে বাধা আসবে। নতুন কাজের সন্ধান পেতে পারেন। দাম্পত্যে সমস্যার সমাধান হবে। কর্মে উন্নতির যোগ আছে। বাণিজ্য যোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহসিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
আর্থিক ক্ষেত্রে সফলতা পেতে হলে নিজের কিছু স্বভাব পরিবর্তন করতে হবে। প্রেমে বন্ধুর সহযোগিতা লাভ করবেন। দাম্পত্যে সুখের যোগ আছে। ব্যবসায়ে নতুন সুযোগ আসবে। ভ্রমণের যোগ আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২ 

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
মনস্থির রেখে কাজ করে গেলে আর্থিক বিষয়ে সাফল্য আসবে। দরকারি জিনিস হারিয়ে ফেলার ফলে মেজাজ হারাতে পারেন। প্রেমে বাধা আসতে পারে। দাম্পত্যে মিশ্রযোগ বর্তমান। শুভ দিক উত্তর।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) 
বারবারে মত বদলের ফলে আর্থিক ক্ষতি হবে। প্রেমের সমস্যা সমাধানে পরিষ্কার কথা বলুন। দাম্পত্য সম্পর্কে বাইরের কারও দ্বারা ক্ষতির আশঙ্কা আছে। কর্মে শুভ যোগ বর্তমান। বিদেশ যাত্রায় বাধা আছে। পথে আঘাতের যোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ১

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
চালাকির আশ্রয় নিয়ে আর্থিক লাভের চেষ্টা করা বৃথা হবে। সন্তানকে নিয়ে পরিবারে সমস্যা দেখা দিতে পারে। শিক্ষায় বাধার যোগ আছে। বিদেশ যাত্রায় বাধা আসবে। প্রেম নিয়ে পরিবারে সমস্যা দেখা দিতে পারে। কর্মে উন্নতির যোগ আছে। ব্যবসায়ে শুভযোগ বর্তমান। যাত্রা যোগে বাধা আছে।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৮

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
আর্থিক বিষয়ে যতটা সম্ভব গোপন রাখা যায় ততই ভালো। চক্রান্ত করে আর্থিক ক্ষতি করার যোগ আছে। ব্যবসায়ে সমস্যা সৃষ্টি করতে পারেন কোনো আত্মীয়। কর্মে মিশ্র প্রভাব থাকবে। প্রেমে সফলতার যোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৪

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
হতাশাকে দূরে সরিয়ে রাখলে তবেই আর্থিক লাভ হবে। প্রেমে সাফল্য পেতে হলে ধৈর্য্য রাখতে হবে। নতুন প্রেমের ক্ষেত্রে বেশি করে সতর্ক থাকা দরকার। পথে সাবধানতা অবলম্বন দরকার। কর্মে উন্নতির যোগ আছে। শিক্ষা যোগ শুভ। যাত্রাযোগে বাধা আছে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  

আর্থিক লাভের ক্ষেত্রে কোনো আত্মীয় বাধা হতে পারেন। বিনোদনের সুযোগ আছে। প্রেমে সাফল্যের যোগ আছে। উপহারপ্রাপ্তি হতে পারে। দাম্পত্য সমস্যার সমাধান হবে। সামনে আসা সুযোগের ব্যবহারে সাফল্য লাভ করবেন। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৭

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
প্রেমের সম্পর্ক থেকে ব্যবসা এবং আর্থিক বিষয় যত দূরে রাখা যায় ততই ভালো। প্রেমের সম্পর্কে কিছু সংশয় আসতে পারে। ভ্রমণের যোগ আছে। যাত্রা যোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।