ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কন্যার লাল শুভ, মিথুনের সাদা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ১২, ২০১৭
কন্যার লাল শুভ, মিথুনের সাদা রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ১৩/০৬/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
মেষ জাতকদের সবসময় সতর্ক থাকা উচিত। অনৈতিক কাজকর্ম ও বিতর্কিত আলোচনা থেকে দূরে থাকুন।

প্রাণবন্ত ও চনমনে থাকতে ক্রোধ ও কথায় নিয়ন্ত্রণ রাখুন। শরীরের যত্ন নিন। প্রেমযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
বৃষ জাতকদের সন্তানরা আনন্দ দেবে। বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে দেখা করে আনন্দ পাবেন। কাজের জন্য দূরে যাত্রা করতে হতে পারে। ঊর্ধ্বতন ব্যক্তিরা কাজের প্রশংসা করবেন। প্রেমযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
মিথুন জাতকদের দিনটি সম্ভাবনা আর সফলতায় ভরা থাকবে। জীবনের সব ক্ষেত্রে সাফল্য পাবেন। কর্মক্ষেত্র ও বাড়িতে অনুকূল পরিবেশ বজায় থাকবে। কাজে সাফল্য প্রশংসা এনে দেবে। অপ্রত্যাশিত আর্থিক লাভের আশা রাখতে পারেন। প্রিয়জনদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। প্রেমযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কর্কট জাতকদের প্রেম নিয়ে নানা সমস্যার মধ্যে সমাধানের আলো বেরোবে। দিনটি কিছুটা কঠিন হতে পারে। কথা ও ক্রোধ নিয়ন্ত্রণ রাখুন। হতাশা, আলস্য ও ক্লান্তি ভোগাতে পারে। আইনি বিষয়গুলিতে সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধান থাকুন। প্রিয়জনদের সঙ্গে বিতর্ক এড়িয়ে চলুন। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২

সিংহ সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
সিংহ জাতকদের জন্য দিনটি শুভ হলেও মধ্যে মধ্যে বাধা থাকবে। প্রেমের বিষয়ে উদার ও আত্মবিশ্বাসী থাকবেন। দক্ষতার সঙ্গে যে কোনো কাজ সম্পন্ন করতে পারবেন। সামাজিক সম্মান বাড়বে। প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পাবেন। শরীর ও মন চনমনে থাকবে। আর্থিক দিক শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
কন্যা জাতকদের প্রেমের বাধা-বিপত্তি কাটিয়ে ওঠার যোগ। কন্যা জাতকদের জন্য দিনটি সৌভাগ্যময়। পরিবার ও কর্মক্ষেত্রে শান্তি বজায় থাকবে। আর্থিক বিষয়গুলি নিয়ে চিন্তা দূর হবে। প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। ছোট ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
তুলা জাতকরা কাজের সফলতায় খুবই আনন্দিত ও ফুরফুরে বোধ করবেন। ফলস্বরূপ কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। ভাই-বোন ও বন্ধুদের সঙ্গে কোনো মনোরম স্থানে ঘুরতে যেতে পারেন। নতুন সম্পর্ক শুরুর জন্য দিনটি শুভ। আর্থিকযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৯

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বৃশ্চিক জাতকদের ক্ষেত্রে দিনটি কঠিন হতে পারে। বৃশ্চিক জাতকদের সতর্কতা মূলমন্ত্র হওয়া উচিত। শারীরিক অসুস্থতা ও মানসিক অশান্তি ভোগাতে পারে। অহেতুক খরচ বৃদ্ধির সম্ভাবনা। প্রেমের জন্য দিনটি শুভ। তবে দাম্পত্যে মনোমালিন্যের সুযোগ আছে। শুভ দিক উত্তর।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ধনু জাতকরা নতুন কোনো প্রকল্পে ভালো ফল পাবেন। বিতর্কিত আলোচনা ও পারিবারিক বাকবিতণ্ডা এড়িয়ে চলুন। শরীরের যত্ন নিন। ছাত্রদের জন্য সময়টি ভালো। প্রেমের ক্ষেত্রে শুভ খবর আসতে পারে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
গ্রহগুলি অনুকূলে থাকায় মকর জাতকরা জীবনের সব ক্ষেত্রে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে কাজগুলি পরিকল্পনা মাফিক সম্পন্ন করতে পারবেন। অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করতে সহকর্মীদের সাহায্য পাবেন। শরীর সুস্থ থাকবে। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
কুম্ভ জাতকদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে জটিল পরিস্থিতির উদ্ভব হতে পারে। আলোচনার মাধ্যমেই প্রেম নিয়ে সমস্যার সমাধান বেরিয়ে আসবে। দাম্পত্য জীবন সুখের হবে। ব্যবসায় আইনি জটিলতার সম্ভাবনা। আর্থিকযোগে বাধা।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মীন জাতকদের ক্ষেত্রে কর্মক্ষেত্র ও বাড়িতে অনুকূল পরিবেশ বজায় থাকবে। পূর্ব পরিকল্পিত কাজে অশানুরূপ সাফল্য পাবেন। কথা ও ক্রোধ নিয়ন্ত্রণ করুন। অযথা বিতর্কিত আলোচনায় নিজেকে জড়াবেন না। প্রেমের ক্ষেত্রে বাধা আসবে। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ১২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।