ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কর্মে উন্নতি কুম্ভের, সিংহের বিঘ্ন

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
কর্মে উন্নতি কুম্ভের, সিংহের বিঘ্ন রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ২৯/০৬/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
মানসিক চাপে কমান, দরকারে বিনোদনের মধ্যে থাকুন। প্রেম নিয়ে অযথা চিন্তা কম করুন।

পথে বাধা এলেও সফল হবেন। কর্মে উন্নতির যোগ। পরিবারে সমস্যা। দাম্পত্যে মনোমালিন্য। যাত্রাপথ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৩১

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কঠিন পরিস্থিতিতে নতুন বন্ধুর সন্ধান। পরিবারের আপনার প্রেম, বিবাহ নিয়ে কথাবার্তা সেরে নিতে পারেন। কর্মক্ষেত্রে সমস্যা সমাধান, সহকর্মীর সাহায্য পাবেন। ব্যবসায় মিশ্রফল। প্রলোভনের হাতছানি, সতর্ক থাকুন।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৫

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
কারও ব্যবহারে আপনি কষ্ট পেতে পারেন। মাথা ঠান্ডা রাখুন। কর্মে উন্নতি। প্রেমে নিয়ে অযথা ভীত হওয়ার কারণ নেই। যাত্রাপথ শুভ। শরীরে ক্লান্তির গ্রাস।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
স্বপ্ন আজ আপনাকে এগিয়ে যেতে সহায্য করবে। দাম্পত্য সুখ মধুর। প্রেমের পথে নতুন সুচনা। কাজে সফলতা। যাত্রাপথে সতর্ক থাকুন।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

সিংহ সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
মনের ব্যথা মনে না রেখে শেয়ার করুন। মানসিক অবসাদ। কর্মে বিঘ্ন। নতুন কিছু করার জন্য দিনটি শুভ। প্রেমে সমস্যা। দাম্পত্যযোগ মিশ্র। ব্যবসায় উন্নতি।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
পরিস্থিতির চাপে বন্ধুর পাশ থেকে সরে আসতে হতে পারে। অহেতুক অর্থব্যয়। ব্যবসায় উন্নতি। পারিবারিক সমস্যায় মানসিক অবসাদ। উচ্চ রক্তচাপ থেকে সাবধান।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ১৫

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
প্রেম আপনার কাছে আসবে মরুভূমির মধ্যে পানির মতো। সঙ্গীর মাধ্যমে উপহার প্রাপ্তি। কঠিন সময়ের জন্য প্রস্তুত হোন। আর্থিক লাভ মিশ্র। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। ব্যবসায় শুভযোগ। নতুন সম্পত্তি নিয়ে পরিবারে আলোচনা। যাত্রাপথ শুভ।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ৫

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
নতুন প্রেমের হাতছানি? সাবধান হোন। দাম্পত্যে সমস্যার সমাধান তৃতীয় ব্যক্তির দ্বারা। সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা। মনের ফ‍ূর্তিই আপনার চালনার শক্তি। কর্মে মিশ্রফল।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
হঠাৎ বিপদ থেকে মুক্তি। মনের মানুষের সঙ্গে মনোমালিন্য। দাম্পত্যযোগ শুভ। মধ্যভাগে কর্মে উন্নতি। পারিবারিক সমস্যা। ব্যবসায় আর্থিক উন্নতি। যাত্রায় বাধা।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ১

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রেমের উপস্থিতি আপনাকে নতুন উদ্যমের সঞ্চার করবে। পরিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি। দাম্পত্য জীবেনে বাকবিতণ্ডা। শিক্ষাক্ষেত্রে উন্নতি। কর্মে মিশ্রফল।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
নতুন কাজ নতুন উৎসাহ নিয়ে শুরু করে ফেলুন। সন্তানকে নিয়ে দাম্পত্য সমস্যা। কর্মে উন্নতি। ব্যবসায় আর্থিক উন্নতি। যাত্রাপথে বিঘ্ন।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
পরিবার খুশি থাকলে আপনিও খুশি। তবে শারীরিক সমস্যা আপনাকে চিন্তায় রাখবে। সঙ্গীকেমনের কথাটা বলে ফেলুন। কর্মে উন্নতির সম্ভাবনা। পথে সতর্ক হয়ে চলুন। আর্থিকযোগ মিশ্র।

শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।