ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

যাত্রাপথে অস্বস্তি ধনুর, সিংহের মঙ্গলময়

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
যাত্রাপথে অস্বস্তি ধনুর, সিংহের মঙ্গলময় রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ৩০/০৬/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
হতাশা ভুলে জীবনের আনন্দ গ্রহণ করুন। কাজে একঘেঁয়েমি কাটাতে একটু অন্যরকম কাজ করুন।

প্রেমযোগ শুভ। কর্মে উন্নতি। পরিবারে সমস্যা। যাত্রা শুভ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা : ৩

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কোনো অনুষ্ঠানে নতুন মানুষের সঙ্গে পরিচয়। সেই পরিচয় প্রেমে পরিণত হতে পারে। পরিবারের সঙ্গে সম্পত্তি নিয়ে আলাপ হতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা। ব্যবসায় শ্রী বৃদ্ধি। মিথ্যা প্ররোচণায় ভুল পথে চালিত হতে পারেন।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

মিথুন মিথুন: (২২ মে – ২১ জুন)
কিশোর বয়েসের স্মৃতি আপনাকে নাড়া দেবে। দেখা হতে পারে কোনো পুরনো পরিচিতর সঙ্গে। বিশেষ সুযোগে বিদেশ যাত্রা। কর্মে পদোন্নতি। প্রেমে সংশয়। যাত্রা শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৯

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
সারাটাদিন আমোদ-প্রমোদে কাটলেও দিনের মধ্যভাগে সমস্যা। দাম্পত্য সুখের মেলবন্ধন বজায় থাকবে। বন্ধুর সহ‍ায়তায় প্রেম সমস্যার সমাধান। কাজে সফলতা। বাহন ক্রয়ের পরিকল্পনা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২

সিংহ সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
সন্তানের সাফল্য আপনার চিত্তে খুশির সঞ্চার করবে। দিনের মধ্যভাগে কর্মে গাফিলতি। দাম্পত্য প্রেম মধুর। প্রেমে মিশ্রযোগ। ছোট ব্যবসায় উন্নতি। যাত্রাপথ মঙ্গলময়।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
মনের প্রশ্নগুলি মনের ভিতরে না রেখে বলে ফেলুন। প্রেম নিয়ে মন খুলে আলাপ করুন মনের মানুষের সঙ্গে। ব্যবসায় উন্নতি। সরকারি চাকরিজীবীদের কর্মে অস্থিরতা। পারিবারিক সুখ মিশ্র।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ১৫

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আপনার ইচ্ছেগুলি বাস্তব হওয়ার সময় আসছে। তবে এর জন্য সামঞ্জস্য বজায় রেখে চলুন। প্রেমযোগ শুভ। শারীরিক সমস্যার সম্ভাবনা। আর্থিক লাভ। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। ব্যবসায় শুভযোগ। যাত্রাপথে সতর্ক থাকুন।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ৫

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পাবেন। ব্যবসায় সফলতা। প্রেমের প্রস্তাবটা সেরে ফেলতে পারেন। দাম্পত্য জীবেনে খুশির খবর। সন্তানের শরীর নিয়ে চিন্তা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২০

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
গোপন সমস্যা মানসিক উদ্বেগের কারণ হতে পারে। বেসরকারি কর্মীদের কাজের চাপ একটু বেশি। পকেটে অর্থের টান। পরিবারের সঙ্গে ভ্রমণে আনন্দ। হজমে সমস্যা। প্রেমযোগ মিশ্র। যাত্রাপথ অস্বস্তিকর।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ১১

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আপনি বিশ্বাস করেন এমন কোনো মানুষ আজ আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে। কনিষ্ঠদের সাহায্যে সমস্যার সমাধান। প্রেমে মনোমালিন্য। শিক্ষায় কঠিন সময় আসছে। জ্বরজারি থেকে সাবধান।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১২

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সমালোচকদের কথায় আজ কান না দেওয়াই ভালো। আপনার নিজের লক্ষ্য স্থির রাখতে পারলেই সমালোচকদের যোগ্য জবাব দিতে পারবেন। প্রেম ও দাম্পত্য জীবনে সমস্যা। অর্থে টান। কর্মে মিশ্রযোগ। রক্তের সমস্যা ভোগাতে পারে।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
নতুনভাবে প্রেমে পড়তে পারেন। দাম্পত্য কলহ। অলসতা আপনাকে কর্মে মনোনিবেশ করতে দেবে না। সাময়িক অর্থকষ্ট। যাত্রাপথ অস্বস্তিকর। ভ্রমণের পরিকল্পনা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।