ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ত্যাগে আনন্দ মীনের, বৃষের দাম্পত্যে বাধা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
ত্যাগে আনন্দ মীনের, বৃষের দাম্পত্যে বাধা ছবি: সংগৃহীত

আজ কেমন যাবে
তারিখ: ০৩/০৭/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
খুঁজে পেতে পারেন আপনার মনের মানুষকে। দাম্পত্য জীবনে সুখ।

সহকর্মীদের সহযোগিতা। ব্যবসায় উন্নতির সূচনা। ভ্রমণের যোগ শুভ। বন্ধুদের সঙ্গে বিনোদনের যোগ। আর্থিকযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
মনের মানুষের মধ্যে যা দেখতে চান সেই প্রত্যাশা আপনার পূরণ নাও হতে পারে। দাম্পত্যে বাধা। কর্মে উন্নতি যোগের সম্ভ‍াবনা। বিদেশ ভ্রমণে সমস্যা। ব্যবসায় সাময়িক আর্থিক লাভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৩

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
পশ্চিম দিক শুভ। মনোকষ্ট। আঘাত পাওয়ার সম্ভাবনা। দাম্পত্যে সুখ মিশ্র। পরিবারের সঙ্গে সুসম্পর্ক। যাত্রায় শুভযোগ। আর্থিক পরিকল্পনা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
সমস্যার সমাধান মনের মানুষের দ্বারা। সন্তানকে নিয়ে চিন্তা কিছুটা কমবে। কর্মক্ষেত্রে প্রশংসা লাভ। ব্যবসায় নতুন দিক উন্মোচিত। পথে আঘাত।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১

সিংহ সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
পরিচিতের বিদায়ে মন ভারাক্রান্ত। ব্যবসায় আর্থিক সমস্যা। কর্ম শুভ। পথে আঘাত। অর্থযোগ মিশ্র।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :৫

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
প্রেম নিয়ে মনোকষ্ট। জীবনে শত্রুর আগমন। সাময়িক সমস্যা। ব্যবসায় মিশ্রযোগ। শিক্ষায় শুভ। ধার্মিক চিন্ত। পথে ভোগান্তি।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কাজে বাধা। দাম্পত্যে সমস্যা। প্রেমের জন্য দিনটি শুভ। কর্মে মিশ্রযোগ। ব্যবসায় ম‍ূলধনে সমস্যা। ভ্রমণের পরিকল্পনা।

শুভ রং: নীল, শুভ সংখ্যা : ৯

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
সহকর্মী দ্বারা মুশকিল আসান। ব্যবসায় উন্নতিতে মিশ্রযোগ। নতুন বন্ধুত্ব। প্রেমে বাধা। পথে ভোগান্তি।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
নতুন প্রেমে মনের স্থিরতা ভঙ্গ। দাম্পত্য জীবনে সমস্যা। পথে শুভ। বিদেশ ভ্রমণের জট কাটতে পারে। কর্মক্ষেত্রে বিতর্ক বাড়তে পারে। অর্থে মিশ্রযোগ। হাড়ের সমস্যা।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৯

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
নতুন মানুষের ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হবেন। পরিবারের সঙ্গে আনন্দ অনুষ্ঠানে যোগদান। কর্মক্ষেত্রে শুভ খবর আপনাকে আনন্দিত করবে। ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি। প্রেমে বাধা আসবে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
নতুন কোনো পরিকল্পনা। ব্যবসায় নতুন সমস্যা। প্রেম নিয়ে কিছু সমস্যা থাকবে। পথে বাধা।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেমে নিয়ে মগ্ন। স্বপ্ন সার্থক হওয়ার সম্ভাবনা। ত্যাগে আনন্দ। কর্ম শুভ। অর্থনাশ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।