ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাশিফল

সিংহ বিদ্যার্থীদের নতুন সুযোগ, বৃশ্চিকের যাত্রা মিশ্র

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
সিংহ বিদ্যার্থীদের নতুন সুযোগ, বৃশ্চিকের যাত্রা মিশ্র সিংহ বিদ্যার্থীদের নতুন সুযোগ, বৃশ্চিকের যাত্রা মিশ্র

আজ কেমন যাবে
তারিখ: ২৯/০৮/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
ব্যবসায় শুভযোগ। বয়েসে তরুণরা নতুন উদ্যোগ নিতে পারেন।

বেশি কথা বলার জন্য সম্মানহানি হওয়ার যোগ। নৃত্যশিল্পীদের নতুন সুযোগ আসতে পারে। যাত্রাযোগ শুভ। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪২

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
অন্যের উপকার করে সন্মানপ্রাপ্তি হবে। কর্মস্থলে চুপ করে থেকে নিজের কাজ করে যাওয়াই শ্রেয়। মায়ের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। যাত্রাযোগ শুভ। প্রেমযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩৯

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
প্রেমের বাধা মিটে যাওয়ার সময় আসতে চলেছে। হঠাৎ কোনো দ্রব্য প্রাপ্তির যোগ। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল কোনো সিদ্ধান্ত আপনার ভালো সময়কে নষ্ট করতে পারে। যাত্রাযোগ মঙ্গলময়।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কর্মস্থলে বদনাম বা সন্মানহানির যোগ। প্রেমের ক্ষেত্রে কোনো কারণে হঠাৎ দুঃখ নেমে আসতে পারে। ধারালো অস্ত্র থেকে দূরত্ব বজায় রাখুন। পিঠ অথবা পায়ের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯২

সিংহ সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষ উপযুক্ত। সংসারে হঠাৎ ঝঞ্ঝাট বেঁধে যেতে পারে। বিদ্যার্থীরা নতুন নতুন সুযোগ পেতে পারেন। ব্যবসা সংক্রান্ত কাজে অর্থ ব্যয় হতে পারে। প্রেমযোগ শুভ। আর্থিকযোগ মিশ্র।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬৬

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
ইচ্ছাশক্তির দুর্বলতায় কাজে ক্ষতি হতে পারে। সম্পত্তি কেনা নিয়ে সজাগ থাকবেন। উপার্জন বাড়ানো নিয়ে পরিবারের সঙ্গে মতবিরোধ হতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বাড়বে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৬

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
অপরের মঙ্গল কামনায় নিজের ভালো হতে পারে। বাড়ির কর্তার কথা না শুনলে বিপদ। স্বামী-স্ত্রীর মধ্যে কলহের আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে সমস্যার যোগ। ব্যবসায় বেশি মূলধন বিনিয়োগ না করাই শ্রেয়।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩৯

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কাজের প্রতি মন থাকলেই ভালো ফল পাবেন। প্রতিবেশীর সঙ্গে বিতর্কে যাবেন না। বিচক্ষণ ব্যক্তির পরামর্শ নিন। প্রেম-প্রণয়ে আঘাতের যোগ আছে। যাত্রাযোগ মিশ্র।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬১

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শরীর অল্পবিস্তর খারাপ হতে পারে। নিজের ভুলের জন্য কর্মক্ষেত্রে অশান্তি। রাস্তায় সতর্কতা অবলম্বন করুন। ব্যথা-বেদনার সমস্যা। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
আজ মায়ের কাছ থেকে বিশেষ কোনো সাহায্য পেতে পারেন। ঘরে-বাইরে দায়িত্বের চাপে মানসিক কষ্ট। শুভ যোগাযোগ আসতে পারে। প্রেমযোগ শুভ। আর্থিকযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
কারও সমালোচনা করলেই কলহ বাঁধতে পারে। বন্ধুর প্রস্তাবে সাড়া দিতে পারেন, উপকার পাবেন। অর্থনৈতিক দিক ভালো থাকবে। প্রেমের  সমস্যায় ভোগান্তির যোগ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৭

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কাজ সিদ্ধি না হওয়ায় ব্যকুলতা বাড়বে। পাওনা আদায় করতে গিয়ে অপদস্থ হতে হবে। কিছুটা পাওনা অর্থ পেয়ে যেতে পারেন। সৃষ্টিমূলক কাজে উন্নতি হবে। গুরুজনের সঙ্গে ভ্রমণে শুভফল। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।