ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাশিফল

বৃষের সহকর্মীর চক্রান্ত, তুলার সহায়ক সহকর্মী

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
বৃষের সহকর্মীর চক্রান্ত, তুলার সহায়ক সহকর্মী রাশিফল

আজ কেমন যাবে

তারিখ- ১৬/০৯/২০১৭

.মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  

প্রেম নিয়ে মনে নানা প্রশ্ন উঠতে পারে। আপনার সঙ্গী বিচলিত হতে পারে যদি, আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন।

বিদেশে পেশাদারী যোগাযোগ বাড়ানোর উৎকৃষ্ট সময়। শিক্ষা যোগ শুভ।

 

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৪

.বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 

কর্মক্ষেত্রে সহকর্মীর চক্রান্ত। বড়সড় পরিকল্পনা নিয়ে কেউ দৃষ্টি আকর্ষণ করবে। বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন। প্রেম ও দাম্পত্যে শুভ যোগ।

 

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৬

.মিথুন: (২২মে – ২১ জুন) 

সঠিক উপদেশ গ্রহণ করুন, কারণ সামান্য অবহেলাও সমস্যাকে আরও খারাপ করতে পারে। অন্যদের হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি করবে। প্রেম যোগ শুভ।

 

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

.কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 

প্রেমে বাধা কাটবে। সহকর্মীরা প্রতিদিনের তুলনায় আজ আপনাকে ভালভাবে বুঝতে পারবে। ভ্রমণ এবং শিক্ষামূলক কাজ আপনার সচেতনতা বাড়িয়ে তুলবে। যাত্রা যোগ শুভ।

 

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১২

.সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  

মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত ফল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। অপ্রয়োজনীয় ক্ষতি এড়াতে সতর্কভাবে এবং যথাযথ উপদেশ নিয়ে লগ্নি করতে হবে। প্রেম যোগ শুভ।

 

শুভ রং : কালো, শুভ সংখ্যা : ৭১

.কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  

প্রেমে বাইরের কারোর মতামতে অশান্তি। বন্ধু অথবা সহযোগী এবং আত্মীয়দের সঙ্গে কারবার করার সময় আপনার আগ্রহকে রক্ষা করুন।

 

শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা : ৬২

.তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) 

স্বপ্ন, দুশ্চিন্তা ত্যাগ করুন। সঙ্গীর সঙ্গ উপভোগ করুন। সহকর্মীরা অত্যন্ত সহায়ক হবে। প্রেম যোগ শুভ।

 

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা : ১৯

.বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 

বিনিয়োগ করা এবং ঝুঁকি নেওয়ার পক্ষে দিনটি ভালো নয়। যদি আপনি আপনার গৃহস্থালির কর্তব্যগুলো উপেক্ষা করেন তাহলে আপনার সঙ্গী বিরক্ত হবেন। প্রেম যোগ শুভ।

 

শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ৮১

.ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 

প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। আপনার পরিকল্পনা একজন অপ্রত্যাশিত অতিথির জন্য বিঘ্নিত হতে পারে। প্রেমে বাধা আছে।

 

শুভ রং: নীল,  শুভ সংখ্যা : ২০

 

.মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  

অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন না। পারিবারিক দায়বদ্ধতাগুলোতে মনোযোগ প্রয়োজন। আপনার পক্ষ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে। প্রেম যোগ শুভ।

 

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৪

.কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 

বন্ধুত্ব গাঢ় হওয়ার সঙ্গে সঙ্গে আপনার পথে প্রেম আসবে। আপনি একটি প্রকল্প সম্পূর্ণ করার জন্য আজ অনেক পরিতৃপ্তি পাবেন।

 

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১

.মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 

পরিবারের সদস্যরা সহায়ক হলেও অত্যন্ত দাবিদার হবে। প্রেম জীবন ভাল দিকে মোড় নিতে যাচ্ছে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। ভ্রমণে বাধা আসতে পারে।

 

শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ৪১

 

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭

জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।