ঢাকা, মঙ্গলবার, ২৭ কার্তিক ১৪৩১, ১২ নভেম্বর ২০২৪, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

সঞ্চয় বাড়বে বৃশ্চিকের, বৃষের গবেষণায় সফলতা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
সঞ্চয় বাড়বে বৃশ্চিকের, বৃষের গবেষণায় সফলতা আজকের রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ২৩/০৯/২০১৭

.মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
শরীর খুব একটা ভালো থাকবে না। বাড়িতে কোনো ব্যক্তির জন্য বিবাদ হতে পারে।

কোনো হানিকর কাজ আপনার হাতে হতে পারে। বাবার সঙ্গে কোনো আলোচনা হতে পারে। যাত্রাযোগ শুভ। প্রেমযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

.বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
একটু সাবধান থাকুন, রক্তপাতের যোগ আছে। ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য কাজে অপমান জুটতে পারে। গবেষণায় সফলতার আশা। আইনি কাজে জটিলতা আসবে। প্রেমে বাধা আসতে পারে।  

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

.মিথুন: (২২মে – ২১ জুন) 
দিনটি খুব ভালো বলা যাবে না। শরীরের জন্য কাজের ক্ষতি হতে পারে। মানসিক দিক দিয়ে চিন্তা থাকতে পারে। ব্যবসার দিক দিয়ে দিনটি ভালো হবে না। যাত্রাযোগ শুভ। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

.কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
সারাদিন কমবেশি চিন্তায় দিয়ে কাটবে। ব্যবসার দিকে ভালো লাভের আশা করা যায়। কোনো পড়ে থাকা কাজ সম্পন্ন হওয়ার যোগ। প্রেমের ব্যাপারে একটু সাবধান থাকুন।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

.সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
অনেক দিনের কোনো আশা পূরণ হতে পারে। সামাজিক কোনো কাজে দান করার জন্য মানসিক শান্তি পাবেন। সন্তানের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। বাড়িতে কোনো নতুন মানুষের আগমন। আর্থিকযোগ মিশ্র। প্রেমযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬ 

.কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
উপহার পেতে পারেন। শিল্পীদের জন্য ভালো খবর আসছে। মনের মতো লোকের সঙ্গে সারাদিন থাকার জন্য মনে আনন্দ আসবে। অপরের ব্যবহার খারাপের জন্য মনোকষ্ট বাড়তে পারে। যাত্রাযোগ ও প্রেমযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫

.তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) 
ব্যবসার স্থানে অতিরিক্ত রাগ থেকে সাবধান থাকুন। তবে নতুন কোনো ব্যবসার ব্যাপারে যোগাযোগ আসতে পারে। প্রতিযোগিতায় জয়লাভ আশা করা য়ায়। প্রতিবেশীর সঙ্গে কোনো অশান্তি বাড়তে পারে। প্রেমে বাধা।
শুভ রং বেগুনি,   শুভ সংখ্যা : ২০ 

.বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
প্রেমে বাধামুক্তির যোগ। অপরের ভালোবাসা পাবেন প্রচুর। ব্যবসার দিকে ভালো ও সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা। গুরুজনের জন্য একটু খরচ বাড়তে পারে। পড়াশুনার ব্যাপারে যোগাযোগ। যাত্রা শুভ।

শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা : ৮

.ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
ব্যবসায় উন্নতির যোগ। মনের দিক দিয়ে আজ ভাল থাকবেন। তবে শত্রুর কারণে ভয় লাগতে পারে। চাকুরীর স্থানে একটু বিবাদ হতে পারে। তৃতীয় কোনো মহিলার জন্য বাড়িতে অশান্তি।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

.মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
যন্ত্রণায় কষ্ট পেতে হবে। কোনো ভালো লোকের সঙ্গে পরিচয়ে উপকার হতে পারে। অর্থের ব্যাপারে ভালো যোগাযোগ। বিয়ে নিয়ে আলোচনা শুরু হতে পারে। বাড়ির লোকের সঙ্গে বুঝে কথা বলুন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২

.কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
অপমান থেকে সাবধান থাকুন। আয়ের দিক দিয়ে দিনটি খুব ভালো। অতিরিক্ত রাগের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। ব্যবসার দিকে কোনো লোকের থেকে উপকার পেতে পারেন। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

.মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
প্রতিবেশীর সঙ্গে বিশেষ আলোচনায় ব্যস্ত থাকবেন। শুভ কাজের জন্য দিনটি খুব ভালো। একটু সংযমী হওয়ার চেষ্টা করুন। বন্ধুর সঙ্গে তর্ক করবেন না। প্রেমের জন্য একটি শুভ দিন।

শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।