ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ধনুর যাত্রাযোগে ভোগান্তি, মেষের শুভ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
ধনুর যাত্রাযোগে ভোগান্তি, মেষের শুভ ধনুর যাত্রাযোগে ভোগান্তি, মেষের শুভ

আজ কেমন যাবে
তারিখ: ২৬/০৯/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
আজকের দিনে আপনার রাশিচক্র একটি মিশ্র দিনের দিকে ইঙ্গিত করছে। দিনের মধ্যে সবক্ষেত্রেই সতর্ক থাকতে হবে।

সন্তান সম্পর্কে অভিযোগ শুনতে হবে। পারিবারে মৃদু মনোমালিন্য দেখা দিতে পারে। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা : ২

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
শুভ প্রভাব বজায় থাকলেও রাশিচক্রে অধিপতি গ্রহের অবস্থান কিছুটা দুর্বল। এরফলে অর্থনাশ হতে পারে। কোনো ষড়যন্ত্রের স্বীকার হতে পারেন। কথা রাখতে গিয়ে নিজের ইচ্ছা বিসর্জন দিতে হতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
অন্যের প্রভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো শুভ কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে নিতে পারেন। যাত্রাযোগে বাধার কারণে পথে সমস্যার মুখোমুখি হতে পারেন। জাতিকাদের নিজের ভুলে পারিবারিক ঝামেলা অব্যাহত থাকবে। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : নীল, শুভ সংখ্যা: ৭

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন ব্যবসায়িক যোগাযোগ হতে পারে। যাত্রাযোগ শুভ। কর্মক্ষেত্রে সহকর্মীদের তরফে বিরুদ্ধাচরণের যোগ আছে। কোনো বিশেষ আত্মীয় আপনার প্রেমের ক্ষেত্রে বাধা হতে পারে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

সিংহ সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
পরিবার ও কর্মক্ষেত্র নিয়ে আপনি যথেষ্ট ব্যস্ত থাকবেন। যাত্রাযোগ শুভ। ইচ্ছার বিরুদ্ধে কোথাও যেতে হতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। দাম্পত্য যোগ বিঘ্নযুক্ত। প্রেমের ক্ষেত্রে বাইরের লোক প্রবেশ করে বিঘ্ন ঘটাবে।

শুভ রং : গোলাপি, শুভ সংখ্যা : ১৯

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
রাশিচক্রে অধিপতি গ্রহ শক্তিশালী। এরফলে অর্থলাভের সম্ভাবনা আছে। সংযত বাক্যের প্রয়োগে সফলতা। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২৩

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
শুভ গ্রহের অবস্থানের ফলে সুনাম লাভ করবেন। নতুন পরিচিতের দ্বারা উন্নতির লক্ষণ। মিষ্টি কথায় পরিবার ও কর্মক্ষেত্রে মন জয় করার সুযোগ। আজকের দিনটি অর্থনৈতিকভাবেও শুভ। তবে প্রেমযোগে বাধা আছে। যাত্রাযোগ মিশ্র।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
অর্থযোগে বাধা থাকার জন্য আর্থিক কাজে দেরি হবে। অমনোযোগিতার ফলে সুযোগ হারাবার সম্ভাবনা। পারিবারিক সমস্যার সমাধান নিয়ে ব্যস্ত থাকবেন। কাজে অমনোযোগী হওয়ার ফলে বাড়িতে এবং বাড়ির বাইরে লজ্জায় পড়তে পারেন। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে বাধা।

শুভ রং : গোলাপি, শুভ সংখ্যা : ৮

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
পরিপার্শ্বিক সমস্যা আপনাকে বারবার বিরক্ত করবে। পারিবারিক বিষয়েও সতর্ক থাকুন। বিরুদ্ধে চলা সমালোচনার শিকার হবেন। পরিবেশ প্রতিকূল থাকায় পূর্ব সমস্যা সমাধানের মুখে এসেও ভেস্তে যাবে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে ভোগান্তি।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৮

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
বিরুদ্ধশক্তি জাগ্রত হওয়ার যোগ রাশিচক্রে আছে। শত্রুপক্ষ থেকে দূরে থাকার চেষ্টা করুন। যাত্রাযোগে বাধা। কর্মক্ষেত্রে হয়রানির শিকার হতে পারেন। দাম্পত্য জীবন নিয়ে সতর্ক থাকা দরকার। প্রেমযোগে কিছুটা বাধা দেখা যাচ্ছে।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৮

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

সুযোগের সঠিক ব্যবহার করতে পারলে আর্থিকভাবে লাভবান হবেন। ব্যবসায় নিয়ন্ত্রিত ঝুঁকি নিলে সেটি আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। সমালোচনার যথাযোগ্য উত্তর দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করতে পারবেন। যাত্রাযোগ শুভ। দুপুরের পর থেকে সমস্যা কমবে।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কর্মস্থলে পরিশ্রমের মাত্রা বাড়তে পারে। তবে উন্নতির যোগও দেখা যাচ্ছে। যাত্রাযোগে বাধার কারণে পথে সমস্যা হতে পারে। পরিবারে তরফে পরোক্ষ বাধা অনুভব করবেন। প্রেমযোগ ক্ষীণ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।