ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ধনুর ধর্মীয় কাজে সুনাম, বৃষের বিদেশযাত্রা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
ধনুর ধর্মীয় কাজে সুনাম, বৃষের বিদেশযাত্রা রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ৩০/০৯/২০১৭

মেষমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
প্রেমে নিয়ে হতাশার মুক্তি। কারও কাছে আজ করুণার পাত্র হতে হবে।

স্বামী-স্ত্রী কোনো কাজের চেষ্টায় সাফল্য পেতে পারেন। বুদ্ধির ভুলে অর্থ ক্ষতি হতে পারে।  

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
বিদেশযাত্রায় সমস্যা আসতে পারে। অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা। নতুন কোনো কাজের জন্য অর্থ খরচ। সম্পত্তি নিয়ে ভাই-বোনে বিবাদ হতে পারে। লেখকদের শুভ সময় আসছে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন) 
শরীরে কোনো রোগের কারণে কাজের ক্ষতি হতে পারে। আকাশপথে ভ্রমণ। অর্থনৈতিক সুযোগ আসতে পারে, কাজের জন্য ভালো যোগাযোগ আসবে। ব্যবসা ভালো যাবে না। যাত্রাযোগে বাধা।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
কোনো মিথ্যা বদনাম আসতে পারে। চাকরিতে উন্নতির যোগ। নানা অশান্তি লেগে থাকবে। বাড়িতে ছোট ব্যাপার নিয়ে অশান্তি হতে পারে। অর্থের জন্য বাড়তি চাপ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহসিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
ভ্রমণে খুব আনন্দ হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি ভালো। কাজের জন্য দিনটি শুভ। আত্মীয়ের জন্য বিবাদ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়বে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২ 

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
পাওনা অর্থ আজ আদায় হতে পারে। ব্যবসার দিকটা ভালো থাকবে। সন্তানের জন্য বিশেষ চিন্তা। কোনো বন্ধুর জন্য কাজের ক্ষতি, শিল্পীদের জন্য ভালো সময় আসছে। উচ্চব্যক্তির কাছে অপমান।  

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) 
প্রেম-প্রণয়ে জটিলতা আসবে। সঞ্চয়ের ব্যাপারে লাভ আসতে পারে। ব্যবসায় অর্থ নিয়ে চিন্তামুক্তি ঘটবে। বাবার জন্য চিন্তা বাড়বে। পড়াশোনার সুন্দর যোগাযোগ। সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ১

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
শরীরে যন্ত্রণা বাড়তে পারে। কোনো কাজের ব্যাপারে আজ সন্দেহ থাকতে পারে। ঋণ পরিশোধের জন্য মনে শান্তি আসবে। বাড়িতে কোনো কাজের জন্য সময় ব্যয়। চাকরির স্থানে সম্মান বাড়বে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৮

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
ধর্মীয় কাজের জন্য সুনাম। সম্পত্তি নিয়ে আইনি সমস্যা বাড়বে। গবেষণার জন্য সমস্যা বাড়তে পারে। প্রেমে বদনাম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৪

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
আজ শুভ কাজে না যাওয়াই ভালো। বাড়িতে অনেক অতিথি আসতে পারে। কর্মস্থানে অশান্তি। বিবাহিত জীবনে বিবাদ নিয়ে মানসিক চাপ। যাত্রাযোগে বাধা। প্রেমে বাধা আসতে পারে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
সারাদিন কাজের জন্য ব্যস্ত হতে হবে। সম্মানের ব্যাপারে সাবধান থাকুন। কোনো বাজে চিন্তা আপনাকে ব্যস্ত করতে পারে। ব্যবসার ব্যাপারে নতুন যোগাযোগ। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৭

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
প্রেমে অশান্তির জন্য মন খারাপ হতে পারে। কাজে বাধার জন্য অর্থসঙ্কট। অপরের উপকারের জন্য নিজের ক্ষতি। ব্যবহারের জিনিস কেনার জন্য খরচ বাড়বে।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।