ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

বৃশ্চিকের কর্মক্ষেত্রে বিপদ, বৃষের বিদেশ ভ্রমণের সুযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
বৃশ্চিকের কর্মক্ষেত্রে বিপদ, বৃষের বিদেশ ভ্রমণের সুযোগ আজকের রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ০৩/১০/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
কর্মে উন্নতি ও দায়িত্ব বৃদ্ধির লক্ষণ রাশিচক্রে। ভাই-বোনের সঙ্গে সম্পত্তি-বিবাদ বাড়তে পারে।

প্রিয়জনের চিকিৎসার খরচ বা চিকিৎসায় জটিলতা দেখা দিতে পারে। যাত্রাযোগ শুভ। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মসূত্রে বিদেশ ভ্রমণের সুযোগ। যাত্রাযোগ শুভ। জ্ঞাতিবিরোধ সামলে পরিবারের স্বার্থ রক্ষা করতে সক্ষম হবেন। সম্পত্তি কেনার পরিকল্পনা সফল হতে পারে। দাম্পত্য কলহের সম্ভাবনা। প্রেমে বাধার যোগ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
শিক্ষায় বিশেষ সাফল্য পাবেন। প্রতিভার স্বীকৃতির যোগ। কোনো আত্মীয়ের ব্যবহারে হতাশা। সম্পত্তি প্রাপ্তিযোগ। যাত্রাযোগ ও প্রেমযোগ মধ্যম।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতি জুটতে পারে। পারিবারিক টানাপড়েনের ফলে বাড়ির কনিষ্ঠদের ক্ষতি হতে পারে। সম্পত্তি ক্রয়ে জটিলতা বাড়বে।   যাত্রাযোগ শুভ। কোনো হঠকারি সিদ্ধান্তে সমস্যা বাড়তে পারে। প্রেমযোগ আছে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
শত্রুরা নিয়ন্ত্রণে থাকায় স্বস্তি ফিরে পেতে পারেন। কর্মপরিকল্পনায় সাফল্য এবং সেই সুবাদে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়ার সম্ভাবনা। যাত্রাযোগে বাধা। পথে সাবধানে চলাফেরা করা দরকার। গুণীজনের সান্নিধ্যে আত্মিক উন্নতি হবে। প্রেমযোগ আছে।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
রাশিচক্রে গ্রহের বিপরীত অবস্থানের জন্য চেষ্টা সত্ত্বেও স্বীকৃতি অধরাই থেকে যাবে। যুক্তিপূর্ণ আলোচনায় সমস্যার সম্মানজনক আপস-রফার সম্ভাবনা। যাত্রাযোগ শুভ। সাংস্কৃতিক কাজকর্মের স্বীকৃতি পাবেন। প্রেমযোগ রাশিচক্রে বর্তমান।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
পারিবারিক সিদ্ধান্ত নিয়ে পরিবারের গুরুজনদের সঙ্গে মতবিরোধের যোগ। আপনার ব্যবহারে কারও রাগ প্রশমিত হতে পারে কিন্তু মনে রাখতে হবে সেটি সাময়িক। তৃতীয় কাউকে ঘিরে প্রেম-প্রণয়ে বিপত্তি দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ২১

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
রাশিচক্রে বাধা থাকায় বিড়ম্বনার মধ্য দিয়ে কর্মে অগ্রগতি হবে। ফাঁদ এড়াতে না পারলে কর্মক্ষেত্রে বিপদ বাড়বে। যাত্রাযোগ দুপুরের আগে পর্যন্ত শুভ। বহু সন্ধানের শেষে ইচ্ছাপূরণের হদিস মিলতে পারে। প্রেমযোগ ক্ষীণ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
সাংসারিক ব্যাপারে উদাসীন থাকলে অন্যরা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। প্রেমের ক্ষেত্রেও আপনার বাড়তি সতর্কতা দরকার। দাম্পত্য সম্পর্কে সতর্ক থাকুন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের ফলে কাজে অনীহা দেখা দিতে পারে। অংশীদারের ভুলে ব্যবসা ঘিরে জটিলতা বাড়তে পারে। যাত্রাযোগ মিশ্র। অর্শজাতীয় রোগের প্রকোপ বৃদ্ধিতে দুর্ভোগ। প্রেম নিয়ে সতর্কভাবে পা ফেলুন।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
একাধিক উপায়ে উপার্জন বৃদ্ধির যোগ। কিন্তু অর্থের বিষয়ে হিসেবি হওয়া দরকার। পৈতৃক সম্পত্তি নিয়ে স্বজনদের সঙ্গে মনোমালিন্য বাড়বে। যাত্রাযোগে মিশ্র ফল লাভের যোগ। সংক্রমণের ফলে জ্বরজাতীয় রোগ হতে পারে। প্রেমযোগ ক্ষীণ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কর্মপ্রতিষ্ঠানের আর্থিক অবনতিতে দুশ্চিন্তা বাড়বে। নতুন কাজকর্মের চেষ্টায় সুফল মিলতে পারে। যাত্রাযোগ শুভ। গুরুজনের স্বাস্থ্যের উন্নতিতে স্বস্তি ফিরে পাবেন। বাড়িতে খুশির খবর আসতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।